সন্দেশখালির স্টিং অপারেশনের ভিডিয়োকে প্রচারে হাতিয়ার করছে শাসক দল। মঙ্গলবার সিউড়ি এক নম্বর ব্লকের আলুন্দা কুখুদিহি সহ বিভিন্ন গ্রামে এলইডি স্ক্রিনের মাধ্যমে সন্দেশখালির স্টিং অপারেশনের ভিডিয়োর মাধ্যমে চলছে প্রচারকার্য। মূলত ধর্ষণের ঘটনা নিয়ে স্টিং অপারেশনের বিজেপির চক্রান্ত এই মর্মে ট্যাবলো গাড়ি করে বিজেপিকে ভোট না দেওয়ার অনুরোধ জানানো হয়েছে ভিডিয়োর মাধ্যমে।
পাশাপাশি নরেন্দ্র মোদী, অমিত শাহ, শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতৃত্ব কীভাবে ধর্ষণের ঘটনা নিয়ে অপপ্রচার করছে, সেই অভিযোগ তুলে ধরা হয়েছে ভিডিওতে। আর সেই ভিডিয়ো দেখতে ভিড় জমাচ্ছেন গ্রামবাসীরা। স্থানীয় এক বাসিন্দা জানান, এই বিষয়টি আমরা টিভিতে দেখেছিলাম। এবার চোখের সামনে দেখলাম। তৃণমূলের এই দেখে আমরা বিষয়টি নিয়ে অনেক কিছু জানতে পারছি। সন্দেশখালির ঘটনা যে পরিকল্পিত তা বহুবার নির্বাচনী সভা থেকে তুলে ধরেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার তা একেবারে গ্রামে গ্রামে ভিডিয়োর মাধ্যমে অভিনব পন্থা নিল তৃণমূল। উল্লেখ্য, সন্দেশখালির স্ট্রিং অপারেশন প্রকাশ্যে আসার দিনই সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে প্রতিবাদ জানিয়েছিলেন অভিষেক। সেখানে এই ভিডিয়োর বেশ কিছু ক্লিপিং এর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ একাধিক বিজেপি নেতার বক্তব্য তুলে ধরে একটি প্রতিবাদী ভিডিয়ো সম্প্রচার করেছিলেন অভিষেক। এবার সেই ভিডিয়োকে সম্বল করে নতুন কায়দায় প্রচারে নামলো সবুজ শিবির।
Discussion about this post