বুধবার পশ্চিম মেদিনীপুরের কেশপুরে প্রচারে গিয়েছিলেন ঘাটার লোকসভা কেন্দ্রের তারকা প্রার্থী দেব ওরফে দীপক অধিকারী। সেখানে তিনি একাধিক প্রচার কর্মসূচিতে যোগ দিয়েছিলেন। সেখানেই তিনি বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন। দেবের দাবি, আগামী ১০ থেকে ২০ তারিখের মধ্যে খুন হবে কেশপুরে। এরপরই বিষয়টি খুলে বলে দেব জানান, একটা ষড়যন্ত্র করে বিজেপি প্রার্থী ও বিজেপি দল তাঁদের দলীয় কর্মীকে খুন করে তৃণমূলের উপর দোষ চাপিয়ে ভোট করানোর চেষ্টা করবে। দেবের এই মন্তব্যের পর রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে।
কেশপুর বিধানসভা কেন্দ্র ঘাটাল লোকসভা কেন্দ্রের মধ্যেই পড়ে। ফলে নিজের সংসদীয় এলাকায় তিনি জোরকদমে প্রচার করছে। এবার তাঁর বিরুদ্ধে বিজেপিও তারকা প্রার্থীকে টিকিট দিয়েছে। ঘাটালে বিজেপির প্রার্থী হলেন অভিনেতা হিরণ। বুধবার দলীয় প্রচারে কেশপুরে এসে রীতিমতো খড়গহস্ত ছিলেন তৃণমূল প্রার্থী দেব। তাঁর প্রতিদ্বন্দ্বী হিরণের নাম উল্লেখ না করেই দেব বলেন, এখানে বিজেপির যিনি প্রার্থী এবং বিজেপি দল যেভাবে ঘাটার জেতার জন্য উঠে পড়ে লেগেছে। আমাদের কাছে খবর এসেছে, কেশপুরে তাঁরা কোনও একটা ষড়যন্ত্র করে নিজেদের লোককে মেরে তার দোষ আমাদের লোককে দিয়ে একটা অশান্তি সৃষ্টি করে ভোট করানোর চেষ্টা করবে। তিনি আরও বলেন, মৃত্যুর রাজনীতি ওরা করতে শুরু করেছে। আমি আগে থেকে বলে রাখছি একটা ঘটনা কেশপুরে ঘটতে চলেছে। আমি বিগত দশ বছর ধরে কেশপুরে শান্তি রাখার চেষ্টা করছি। প্রতিপক্ষ হিরণের নাম উল্লেখ না করেই দেবের আরও বক্তব্য, মানুষ বিজেপির সঙ্গে নেই, এমনকি ওর (হিরণ) নিজের দলও ওর সঙ্গে নেই। দেবের এই মন্তব্যের বিরুদ্ধে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ পাল্টা বলেন, দেব খুন করবে বিজেপি কর্মীকে। তা তিনি প্রকাশ্যেই বলেছেন। তাই তাঁকে গ্রেফতারের দাবি জানাচ্ছি। আগামী ২৫ মে ঘাটালে ভোটগ্রহণ। তার আগেই বিবদমান দুই পক্ষের অভিযোগ-পাল্টা অভিযোগে চলছে নির্বাচনী প্রচার।
লোকসভা নির্বাচন চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার বলতে শোনা গিয়েছে, ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে তাঁর দল তৃণমূল গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। লোকসভা...
Read more
Discussion about this post