ভোট বড় বালাই। কলকাতা ইতিমধ্যেই ৪২ ডিগ্রি তাপমাত্রা। ফিল লাইক ৪৫ ডিগ্রি। সঙ্গে তাপপ্রবাহ। তবে সেসব অগ্রাহ্য করে চড়া রোদে প্রচার চালাচ্ছে যাদবপুরের তৃণমূলের সায়নী ঘোষ। সকাল ১০টার় পর থেকে শহর ঘামে ভিজে যাচ্ছে। দুপুরে শহর জুড়ে লু-এর দাপট। রাস্তাঘাটে টিকে থাকা কঠিন। ১ জুনের ভোট। হাতে এক মাস। শহরাঞ্চল, গ্রামাঞ্চল মিলিয়ে বিশাল এলাকা। তাই জোরদার প্রচার চালাচ্ছে সায়নী ঘোষ। এদিকে তাপমাত্রার পারদও ৪২-এর দোরগোড়ায়। আর এহেন পরিস্থিতিতে সায়নীর মুখে স্লোগান, ‘৪২-এ ৪২’। এদিন সায়নী ঘোষের সঙ্গে প্রচারে দেখা গেল রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসকে। ঘন ঘন লাল চা। হালকা খাবার। প্রচারে এটাই বেছে নিয়েছেন সায়নী ঘোষ ও অরূপ বিশ্বাস।
Discussion about this post