বেঙ্গালুরুর বিখ্যাত রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণের ঘটনায় বাংলা থেকে গ্রেফতার ২ অভিযুক্ত। নিউ দিঘায় তিন দিন ধরে গা ঢাকা দেওয়ার পর ফোনের টাওয়ার লোকেশন ধরে ২ জনকে গ্রেফতার করেছে এনআইএ। ধৃতদের মধ্যে একজন গোটা ঘটনার মাস্টারমাইন্ড। আরেকজন ক্যাফেতে বোমা রাখে। বাংলা থেকে ২ অভিযুক্তের গ্রেফতারির পরই বিরোধীরা নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বাংলা অপরাধীদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে বলে তোপ দাগেন বিরোধীরা। নির্বাচনী প্রচার সভা থেকে বেঙ্গালুরু বিস্ফোরণ কাণ্ডের গ্রেফতারি নিয়ে বিরোধীদের আক্রমণের কড়া জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। মমতা বলেন, “বেঙ্গালুরুতে একটা বোমা পড়েছিল। বেঙ্গালুরুতে বিস্ফোরণ হয়েছিল। তাঁরা কর্নাটকের বাসিন্দা। বাংলায় লুকিয়েছিল। বাংলার পুলিস ধরেছে। বাংলার পুলিস ২ ঘণ্টায় অভিযুক্তদের ধরে দিয়েছে। তাতেই প্রশ্ন তুলছে বাংলা নিরাপদ নয়। উত্তরপ্রদেশ নিরাপদ? রাজস্থান নিরাপদ? গুজরাট নিরাপদ? বিহার নিরাপদ? বাংলার মানুষ শান্তিতে থাকুক, সহ্য হয় না ওদের।” কোচবিহারের দিনহাটার সভা থেকে কার্যত চাঁছাছোলা ভাষায় তোপ দাগেন মমতা।
Discussion about this post