গত রবিবারই ব্যারাকপুরের বিজেপি প্রার্থীর হয়ে প্রচার করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি অর্জুন সিংয়ের খাস তালুক ভাটপাড়া-জগদ্দলের জিলেপি মাঠে জনসভা করেছেন। এবার খাস বাংলা ভাষায় চিঠি লিখে অর্জুন সিংকে প্রশংসায় ভরিয়ে দিলেন নরেন্দ্র মোদি। পাশাপাশি লোকসভা ভোটে জয়ের জন্য আগাম শুভেচ্ছাও জানিয়ে রাখলেন অর্জুন সিংকে। এই চিঠি নিজেই তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করেছেন ব্যারাকপুরের প্রার্থী তথা ডাকাবুকো বিজেপি নেতা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এর আগে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র এবং কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়কে সরাসরি ফোন করে উৎসাহ দিয়েছিলেন। এবার তিনি চিঠি লিখলেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংকে। আর সেই চিঠি তিনি লিখলেন বাংলা ভাষায়। অর্জুন সিংকে ওই চিঠিতে কি লিখেছেন প্রধানমন্ত্রী?
ওই চিঠিতে অর্জুন সিংকে প্রধানমন্ত্রী তাঁর সহকর্মী কার্যকর্তা বলে সম্মোধন করেছেন। এরপর ব্যারাকপুরের শিল্পাঞ্চলের বিশেষত এলাকার চটকলগুলির জন্য অর্জুন সিংয়ের লড়াইকে কুর্ণিশ জানিয়েছেন। পাশাপাশি অর্জুনকে লোকসভায় প্রচারের কৌশলও ঠিক করে দিয়েছেন নরেন্দ্র মোদি। চিঠিতে তাঁর পরামর্শ, সিএএ ইস্যুতে বাংলার মানুষকে তৃণমূল কংগ্রেস যেভাবে ভুল বোঝাচ্ছে, নেতিবাচক প্রচার করছে, তার বিরোধিতা করতে হবে জোরকদমে। ব্যারাকপুরবাসীকে বিশ্বাস করাতে হবে একমাত্র বিজেপির হাত ধরেই প্রকৃত উন্নয়ন সম্ভব। তিনি আশা প্রকাশ করেছেন, ব্যারাকপুরের জনসমর্থন অর্জুন সিংয়ের সঙ্গেই থাকবে। পাশাপাশি চিঠিতে প্রধানমন্ত্রী জানিয়েছেন, আগামী ২০ মে ব্যারাকপুরে ভোটের দিন এলাকার মানুষ যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেদিকে নজর রাখার দায়িত্ব অর্জুন সিংয়ের উপর রয়েছে।
সব শেষে চিঠিতে নরেন্দ্র মোদি অর্জুন সিংকে লোকসভা ভোটে জয়ের আগাম শুভেচ্ছাও জানিয় রেখেছেন। এই চিঠিটি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অর্জুন সিং লিখেছেন, “ধন্যবাদ মেদিজী, আমার প্রতি বিশ্বস ও আস্থা রাখার জন্য। ব্যারাকপুরবাসী আমার পরিবার, আর আমরা মোদির পরিবার”। উল্লেখ্য, গত লোকসভায় বিজেপির টিকিটে ব্যারাকপুর থেকে জিতে সাংসদ হওয়ার পর বিধানসভা ভোটের পর তৃণমূলে চলে গিয়েছিলেন অর্জুন সিং। এবার লোকসভা নির্বাচনে তৃণমূলের টিকিট না পেয়ে তিনি ফের বিজেপিতে যোগ দেন এবং ব্যারাকপুরের প্রার্থী হয়েছেন। তাঁর বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী পার্থ ভৌমিক এবং সিপিএমের দেবদূত ঘোষ।
Discussion about this post