ভোট মিটলেই লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে। বিগত কয়েকদিন যাবত প্রায় নিয়ম করে বিজেপির বিরুদ্ধে এই অভিযোগে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির তরফে অবশ্য পাল্টা দাবি করা হচ্ছিল, তৃণমূল বুঝতে পারছে এবারে বাংলায় আর আশানুরূপ ফল হবে না। তাই মানুষকে বিভ্রান্ত করতে এসব কথা বলছে। শনিবার বীরভূমের শতাব্দী রায়ের সমর্থনে দুবরাজপুরের খয়রাশোল ব্লকে গোষ্ঠ ডাঙাল মাঠের নির্বাচনী সভা করেন অভিষেক বন্দোপাধ্যায়। সেখান থেকে এই বিষয়ে বিজেপির এক নেত্রীর অডিও শুনিয়ে অভিষেক বললেন, “আপনারাই শুনুন, বিজেপির নেত্রী কী বলছেন! দীপা চক্রবর্তী নামের ওই নেত্রী ১০ দিন আগে এটা বলেছেন। বিজেপি ওর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি। তার মানে এতে বিজেপির সমর্থন রয়েছে।’’ এরপরই সরাসরি প্রধানমন্ত্রীকে অভিষেকের নিশানা, “মোদী বলেছেন, ১০ বছর ধরে তাঁর দল ট্রেলার দেখিয়েছে। রান্নার গ্যাস হাজার টাকা, ডিজেল ৯২ টাকা, পেট্রল ১০০ টাকা, ১৭ টাকার কেরোসিন ৭৫ টাকা, ডাল ১৬০ টাকা, তেল ২০০ টাকা! বলুন, এর পরেও মোদীর ওই ট্রেলারের সিনেমা দেখতে চান? দিদি দিচ্ছেন, আর মোদী কেড়ে নিচ্ছেন। লক্ষ্মীর ভাণ্ডারে দিদি হাজার টাকা করে দিচ্ছেন। আধার এবং প্যানের লিঙ্ক করানোর নামে সেই টাকা নিয়ে নিচ্ছেন মোদী।”
লোকসভা নির্বাচন চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার বলতে শোনা গিয়েছে, ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে তাঁর দল তৃণমূল গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। লোকসভা...
Read more
Discussion about this post