নিজস্ব প্রতিনিধি: আগেই পশ্চিমবঙ্গ নিয়ে নিজের মত দিয়েছিলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। তৃণমূলের হয়ে ভোটকুশলী হিসেবে কাজ করা পিকে জানিয়েছিলনে, আসন্ন লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপি ভালো ফল করবে। সেই দাবির পর শোরগোল পড়ে গিয়েছিল রাজ্য রাজনীতিতে। এবার দেশের ৭ রাজ্যে বিজেপি ভালো ফল করবে বলে দাবি করলেন পিকে। প্রশান্ত কিশোরের দাবি, বাংলা, বিহার, উড়িষ্যা, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং কেরালাতে আকর্ষনীয় ফল করবে গেরুয়া শিবির।
প্রসঙ্গত দেশের মোট লোকসভা কেন্দ্র ৫৪৩ টি। তার মধ্যে বাংলা, বিহার, উড়িষ্যা, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং কেরালার আসন রয়েছে ২০৪টি। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে এই ৭টি রাজ্য মিলিয়ে বিজেপি ৫০টি আসনও পায়নি। ২০১৯ সালে তারা পেয়েছিল মোট ৪৭টি আসন। তার আগের নির্বাচনে অর্থাৎ ২০১৪ সালের ভোটে এই সাত রাজ্যে বিজেপি মোট পেয়েছিল ২৯ আসন। বরাবর বিজেপি দক্ষিণের রাজ্যগুলিতে ফল ভালো করেনি। কিন্তু পিকের দাবি, আসন্ন ভোটে বাংলা-সহ দক্ষিণের রাজ্যগুলিতে ভালো ফল করতে চলেছে পদ্ম শিবির। প্রসঙ্গত বিজেপির শীর্ষ নেতৃত্ব আসন্ন লোকসভা ভোটে ৪০০ এর বেশি আসন পাবে বলে স্লোগান তুলেছে ইতিমধ্যে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে এসে দক্ষিণ দিনাজপুরে সভা করে পশ্চিমবঙ্গের দলীয় নেতাকর্মীদের ৩০ আসনের টার্গেট বেঁধে দিয়েছেন। ২০১৯ সালের লোকসভা ভোটে বিজেপি রাজ্যে ৪২টির মধ্যে ১৮টি আসন পেয়েছিল। ২০২৪ এর নির্বাচনে কী হবে, তা নিয়ে জল্পনার মাঝে প্রশান্ত কিশোরের দাবি ঘিরে রাজনৈতিক আঙিনায় নতুন করে শোরগোল পড়ে গিয়েছে।
উল্লেখ্য রাজ্যের শাসকদলের হয়ে ভোট কুশলীর কাজ করা প্রশান্ত কিশোর বাংলার রাজনৈতিক মানচিত্র খুব ভালো করে চেনেন। শাসকদলের হয়ে কাজ করার সুবাদে তৃণমূলের সাংগঠনিক শক্তি ও দূর্বলতা তাঁর চেনা। ফলে প্রশান্ত কিশোরের দাবি একেবারে ফেলে দেওয়ার মত নয় বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গত ২০২১ সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে বলে ভবিষ্যতবাণী করেছিলেন পিকে। বিজেপি দুই সংখ্যা পেরোবে না বলে দাবি করেছিলেন তিনি। ফল প্রকাশের পর দেখা যায় সেই দাবি হুবহু মিলে গিয়েছে। আসন্ন ভোটে তাই পিকের দাবি মিলে যাওয়ার সম্ভাবনা বেশি বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
কি আশ্চর্য সমাপতন! সেই ২০০০ সালে রাজ্যে তখন ভরা বাম শাসন। রাজ্যের প্রধান বিরোধী নেত্রী তখন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময়...
Read more
Discussion about this post