আর মাত্র কয়েক দিনের অপেক্ষা তারপরই দেশের লোকসভা নির্বাচন। আর তার আগেই রবিবার নরেন্দ্র মোদীর উপস্থিতিতে তাদের ইস্তেহার প্রকাশ করেছে বিজেপি। মূলত বিজেপির এই ইস্তেহারে নানা বিষয় উল্লেখ থাকলেও যুবা, নারী, গরিব, কিষাণদের চারটি স্তম্ভ হিসেবে তুলে ধরা হয়েছে বিজেপির পক্ষ থেকে। আর বিজেপির প্রকাশ করা এই ইস্তেহারে প্রধান যে বিষয়গুলি উল্লেখ করা হয়েছে তা হল….
কর্মসংস্থানের নিশ্চয়তাকরণ, নারী সংরক্ষণে বাস্তবায়নের প্রতিশ্রুতি, কৃষি অবকাঠামোর উন্নয়ন, জেলেদের জন্য প্রকল্প, ই-শ্রমের মাধ্যমে কল্যাণ প্রকল্প থেকে উপকৃত হওয়া, উত্তর-পূর্ব ভারতের উন্নয়ন, অযোধ্যার উন্নয়ন, এক জাতি, এক নির্বাচন,
শুধু তাই নয়, প্রধানমন্ত্রী মোদী দেশের মানুষকে বেশ কিছু গ্যারান্টি দিয়েছেন। ইস্তেহারে প্রকাশিত হয়েছে দেশে আরও ৩ কোটি নতুন বাড়ি তৈরির কথা। বিদ্যুতের বিল শূন্যে নামানো থেকে আয়ুষ্মান ভারত যোজনার আওতায় বয়স্ক ব্যক্তিদের প্রাধান্য দেওয়ার কথা জানানো হয়েছে। পাশাপাশি সব বাড়ির জন্য সাশ্রয়ী মূল্যের জলের পাইপলাইনের জন্য কাজ। এমনকি, উল্লেখযোগ্যভাবে, প্রধানমন্ত্রী জানালেন আগামী ৫ বছর দেশের মানুষের জন্য বিনামূল্যে রেশন প্রকল্প চলবে। জানা গিয়েছে, বিজেপি ইস্তেহার প্রকাশের খসড়া তৈরির জন্য প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে একটি কমিটি গঠন করেছিল। কয়েক দফা বৈঠকও হয়। তারপর ইস্তেহার প্রকাশ করে বিজেপি।
বিজেপির এই ইস্তেহার নিয়ে দেশের সমস্ত বিরোধী দল-সহ রাজ্যের তৃণমূল তীব্র প্রতিবাদ জানিয়েছে। তাদের বক্তব্য, শুধুমাত্র নির্বাচনী বৈতরণী পার করার জন্যই এই ধরণের ইস্তেহার প্রকাশ করেছে বিজেপি। যেখানে নেই কোনও কর্ম সংস্থানের বার্তা, ভাওতা দেওয়া ইস্তেহার মানুষ গ্রহণ করবে না। ফলে বিজেপির পরাজয় নিশ্চিত।
শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের গঠন হয়েছিল নতুন অন্তর্বর্তী সরকার, সেই সরকারকে সমর্থন জানিয়েছিল বৈষম বিরোধী ছাত্র নেতারা তিনজন সমন্বয়ক...
Read more
Discussion about this post