আসন্ন লোকসভা ভোটে প্রতি বুথে ওয়েব কাস্টিং করা হবে বলে আগেই জানিয়েছিল নির্বাচন কমিশন। শুক্রবার এই বিষয়ে বৈঠকে বসতে চলেছেন মুখ্য নির্বাচনী আধিকারিক, সবজেলার ডিইও এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির কর্মকর্তারা। সম্পূর্ণ নিখুঁতভাবে ওয়েব কাস্টিং পরিচালনা করতে কী পদক্ষেপ করতে হবে তা নিয়ে এদিনের বৈঠকে আলোচনা হবে বলে কমিশন সূত্রে খবর।
শুক্রবার বারোটা থেকে সবজেলার ডিইওদের সঙ্গে জরুরী ভিত্তিতে ভিডিও কনফারেন্স করবেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) প্রযুক্তির কর্মকর্তারা এবং সিইও সহ বাকী আধিকারিকেরা। সেখানে ভোটের দিন ওয়েব কাস্টিংকে সম্পূর্ণ নিখুঁত ভাবে পরিচালনা করতে হবে,আলোচনায় এই বিষয়টিও তুলে ধরা হবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে।ইতিমধ্যেই লোকসভা ভোট অবাধ এবং শান্তিপূর্ণ করতে মঙ্গলবার, কমিশন তরফে জানানো হয়েছে, লোকসভা নির্বাচনে রাজ্যের সব বুথেই ওয়েব কাস্টিং করতে হবে। ব্যবহার করা হবে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিও অর্থাৎ এআই পদ্ধতি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দেশের অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গকে যে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে, তা এই সিদ্ধান্ত থেকে স্পষ্ট।
লোকসভা বা বিধানসভা ভোটে স্বচ্ছতা আনতেই বুথে বুথে ওয়েব কাস্টিং শুরু করেছিল কমিশন। বুথে কী হচ্ছে, কারা কারা ভোট দিতে আসছেন, কোনও অশান্তি ঘটছে কি না— সেই সব কিছুর উপর নজরদারি চালাতে কমিশন এই ওয়েব কাস্টিং প্রক্রিয়া শুরু করেছিল। মূলত অনলাইনেই এই নজরদারি চালানো হয়।
লোকসভা নির্বাচন ঘোষণার সময়ই দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানিয়েছিলেন, এবারের ভোটে কোনও ধরনের অশান্তি বা গন্ডগোল বরদাস্ত করা হবে না। অশান্তি ঠেকাতে বিভিন্ন পদক্ষেপের কথাও বলেছিলেন তিনি। এছাড়া কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, ওয়েব কাস্টিংয়ের উপর জোর দেওয়া হচ্ছে তার আভাসও দিয়েছিলেন রাজীব কুমার।
এর আগে শোনা গিয়েছিল, রাজ্যের স্পর্শকাতর বুথগুলিতেই শুধুমাত্র ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা করা হবে। তবে মঙ্গলবার কমিশন জানিয়ে দিল, রাজ্যের ১০০ শতাংশ বুথেই ওয়েব কাস্টিং হবে।
২০২১ সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের সময়েও বুথে বুথে ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা করা হয়েছিল। তবে বিধানসভায় মাত্র ৫০.৩১ শতাংশ বুথেই এই ব্যবস্থা ছিল। এবার সেটাই বাড়িয়ে ১০০ শতাংশ করা হল। অর্থাৎ এ বার রাজ্যের ৮০ হাজার ৫৩০ বুথেই ওয়েব কাস্টিং হবে। দেশের অন্যান্য রাজ্য ওয়েব কাস্টিং প্রক্রিয়া চালু হতে চলেছে এবারের লোকসভা নির্বাচনে।
Discussion about this post