বীরভূম লোকসভা কেন্দ্রে ইতিমধ্যেই বিজেপির প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছিল প্রাক্তন আইপিএস দেবাশীষ ধরের। ইতিমধ্যে জেলার বিভিন্ন প্রান্তে প্রচার শুরু করে দিয়েছেন জোর কদমে তিনি।। আর এইসবের মাঝেই এবার ফের প্রশ্ন উঠলো দেবাশীষ ধরকে নিয়ে? তাহলে কি এবার দেবাশীষ ধরের মনোনয়ন বাতিল হতে চলেছে।
কারণ আজ বীরভূম জেলাশাসকের দপ্তরে আরও এক বিজেপি নেতা মনোনয়ন দাখিল করলেন। বিজেপি নেতা দেবতনু ভট্টাচার্য। যিনি রাঢ় বঙ্গের কো কনভেনর। তিনি আজকে বিজেপির হয়ে বীরভূম লোকসভা কেন্দ্রে মনোনয়ন দাখিল করেছেন।। যদিও মনোনয়ন দাখিল করে তিনি বলেছেন , দল তাকে নির্দেশ দিয়েছে সেই কারণে তিনি মনোনয়ন দাখিল করেছেন। পাশাপাশি বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন,” আমরা বিকল্প প্রার্থী দিয়ে রাখলাম। মুখ্যমন্ত্রী যেভাবে কলকাঠি নাড়ছে তার জন্য বিকল্প প্রার্থী দিয়ে রাখলাম।”
উল্লেখ্য গত ২৩ তারিখ বীরভূমের হাসন এলাকায় মুখ্যমন্ত্রী জনসভা থেকে মন্তব্য করেন যে, প্রাক্তন আই পি এস দেবাশীষ ঘরকে এখনো রাজ্য সরকারের তরফ থেকে কোন ক্লিয়ারেন্স দেওয়া হয়নি।। আর আজ এই বক্তব্যের পরেই ফের, বিজেপির আরও এক প্রার্থীর মনোনয়ন দাখিল করা কে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা।। অনেকেই মনে করছেন তাহলে সেক্ষেত্রে কি দেবাশীষ ধরের মনোনয়ন বাতিল হতে পারে ? সে কারণেই এমন সন্দেহ করেই বিজেপি নেতৃত্বে তরফে আরও এক প্রার্থীর মনোনয়ন দাখিল করে রাখা হল।। সেক্ষেত্রে দেবাশীষ ধরের মনোনয়ন বাতিল হলেও, দেবতনু ভট্টাচার্য বিজেপির সিম্বলে বীরভূম লোকসভা কেন্দ্রে লড়াই করবেন।। প্রার্থীপদ গ্রহণ হল না বিজেপির বীরভূম লোকসভার ঘোষিত প্রার্থী দেবাশিস ধরের। শুক্রবার স্কুটিনির জন্য সিউড়িতে জেলা শাসকের দফতরে এসেছিলেন দেবাশিসবাবু। সেখানেই দেবাশিসবাবুকে স্পষ্ট জানান হয় যে রাজ্য সরকারের পক্ষ থেকে নোডিউসস সার্টিফিকেট দেয় নি৷ তার জন্যই তাঁর প্রার্থী পদ গ্রহণ হল না। এর প্রতিবাদে দেবাশিস ধর হাইকোর্টের দ্বারস্থ হবেন জানান। উল্লেখ্য, গতকালই বীরভূম লোকসভার জন্য বিকল্প প্রার্থী হিসাবে দেবতনু ভট্টাচার্যের নাম দেয় বিজেপির। তখন থেকেই জল্পনা চলছিল। এরপরেই এদিনের এই ঘটনা।
Discussion about this post