রেখা পাত্রের প্রচারে বাধা গ্রামবাসীদের। বসিরহাট ২ ব্লকের খরিডাঙা গ্রামের ঘটনা। বিজেপির অভিযোগ তৃণমূল ঘনিষ্ঠ গ্রামবাসীরাই এমন কাণ্ড ঘটিয়েছে। তড়িঘড়ি বিক্ষোভের মাঝ থেকে রেখাকে সরিয়ে নিয়ে যান নিরাপত্তারক্ষীরা।সোমবার রাজ্যের শাসকদল ও বিজেপির মধ্যে সংঘর্ষের জেরে উত্তেজনা সৃষ্টি হয়েছিল বসিরহাটে। মঙ্গলবারও বহাল থাকল সেই ঘটনার রেশ। সংশ্লিষ্ট কেন্দ্রের বিজেপি প্রার্থী সেখানে পৌঁছাতেই বিক্ষোভের মুখে পড়লেন গ্রামবাসীদের।
বিক্ষোভকারীদের মধ্যে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। প্রার্থীর গাড়ি ধাওয়া করতে দেখা গেল গ্রামবাসীদের। ছোড়া হল ঢিল। বাঁশ হাতে এক মহিলার হুমকি খড়িডাঙ্গায় দেখা গেলেই লাশ ফেলে দেওয়া হবে প্রার্থী রেখার। সন্দেশখালি ঘটনার প্রতিবাদী মুখ রেখা পাত্রকে বসিরহাট কেন্দ্র থেকে দাঁড় করিয়েছে তৃণমূল। প্রতিদিনই প্রচারে বেড়িয়ে নিজ কেন্দ্রে দাপিয়ে বেড়াচ্ছেন রেখা। সাড়াও মিলছে বিপুল। বিজেপির দাবি রেখার প্রচারকেই ভণ্ডুল করতেই তৃণমূল ঘনিষ্ঠদের এমন কর্মকাণ্ড।
তবে সাহসী রেখা হার মানেননি। বিক্ষোভকারী গ্রামবাসীদের চোখে চোখ রেখে উত্তর দিয়েছেন। বিক্ষোভকারী মহিলারা বিজেপির পুরুষ কর্মীদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন। বাঁশ লাঠি উঁচিয়ে তেড়ে মারতে যেতে দেখা গেল তাঁদের। গ্রামবাসীদের দাবি খড়িডাঙ্গা এলাকা যথেষ্ট শান্তিপূর্ণ। এলাকায় রেখা ঢুকেই উত্তেজনা সৃষ্টি করেন। সন্দেশখালির সঙ্গে খড়িডাঙ্গাকে একসারিতে রাখার চেষ্টা হয়।
Discussion about this post