নতুন বছরে অভিনব ভাবে প্রচার চালাচ্ছে রাজনৈতিক প্রার্থীরা। কাউকে দেখা যাচ্ছে জুতো পালিশ করতে। কেউ গঙ্গা বক্ষে নৌকায় প্রচার চালাচ্ছেন। আবার কেউ ঢোল বাজিয়ে। সেই তালিকায় রয়েছেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষও। লাঠির পর এবার হাতে ত্রিশূল তুলে নিলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। নববর্ষের সকালে তাঁকে ত্রিশূল হাতে দেখা গেল বর্ধমানেশ্বর শিব মন্দিরে। এ প্রসঙ্গে দিলীপ অবশ্য বলেন, ‘‘বাবার কাছ থেকেই ত্রিশূল লাভ হল। যখনই পাপ ও অশুভ শক্তির প্রভাব বেড়েছে তখনই বাবা হাতে ত্রিশূল তুলে নিয়েছেন। তাণ্ডব নৃত্য করেছেন। আমার কুলদেবতা মহাদেব, তাঁর প্রেরণায় ত্রিশূল নিয়ে অভিযান করে স্বচ্ছ ভারত ও স্বচ্ছ রাজনীতি করতে চাই। ত্রিশূল তার প্রতীক।’’ তবে ত্রিশূল কি আত্মরক্ষার জন্য? প্রশ্নের উত্তরে দিলীপ বলেন, ‘‘আত্মরক্ষা নয় দেশ রক্ষা। সব রক্ষা হয়ে যাবে।’’ উল্লেখ্য, রবিবার সকালে প্রথমে বর্ধমানের কল্পতরু মাঠে প্রাতঃভ্রমণকারীদের নববর্ষের শুভেচ্ছাও জানান দিলীপ। এরপর আলমগঞ্জে বর্ধমানেশ্বর শিব মন্দিরে পুজো দেন। তারপর বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলার মন্দিরেও পুজো দেন তিনি।
Discussion about this post