সৌজন্যে রাজনীতি দেখাতে হাসপাতালে দিলীপ ঘোষ। শাসকদলের গোষ্ঠীকোন্দলের জেরে গুরুতর জখম হন এক তৃণমূল কর্মী। এবার তাকে দেখতে শনিবার বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পৌঁছন বর্ধমান দুর্গাপুর বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। গত ১০ এপ্রিল শাসকদলের গোষ্ঠী কোন্দলে পূর্ব বর্ধমানে গলসিতে স্বপন মল্লিক নামে একজন তৃণমূল কংগ্রেসের কর্মী মারাত্মক জখম হন। গুরুতর অবস্থায় তাকে প্রথমে নিয়ে যাওয়া হয় পুরসা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সেখান থেকে স্থানান্তর করা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। প্রসঙ্গত, ইদের উপহার দিতে স্ত্রী রূপা মল্লিক ও এক নাতনিকে নিয়ে মেয়ের বাড়ি শিড়রাই গ্রামে গিয়েছিলেন মনোহরপুর সুজাপুর গ্রামের স্বপন। শিড়ারাই আর পোতনার মাঝে স্বপনের উপরে হামলা হয় বলে অভিযোগ। সন্ধ্যায় বাইকে গ্রামে ফেরার সময়ে তাকে লাঠি দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। স্থানীয় সূত্রে খবর, স্বপনের সঙ্গে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল গ্রামেরই নেতা ইমদাদুল হক মল্লিকের। মাস কয়েক আগে গ্রামে ঢোকার মুখে কয়েকজন দুষ্কৃতী ইমদাদুল হক মল্লিকে মারধর করে। তখন থেকে ইমদাদুল হাসপাতালে ভর্তি। সেই ঘটনায় স্বপনের গোষ্ঠী জড়িত বলে অভিযোগ ওঠে। এদিনের ঘটনা তারই পালটা বলে দাবি দলের একাংশের। তবে ভোটের আগে তৃণমূল কর্মীকে দেখতে হাসপাতালে দিলীপ ঘোষের যাওয়া নিয়ে রাজনৈতিক তরজা বাড়িয়েছে। বিরোধীরা বলছে, ভোটবাক্স ভরাতে সৌজন্যে রাজনীতি দেখাচ্ছে দিলীপ।
Discussion about this post