দেবের সভায় বিপত্তি। বুধবার রামনবমীতে দিনভরই প্রচার ও জনসংযোগে ব্যস্ত ছিলেন দেব। রাত আটটা নাগাদ ঘাটালের মনোহরপুর গ্রাম পঞ্চায়েতের শ্যামসুন্দরপুর ঝাউতলায় পথসভা করছিলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেব। সেই সময় হঠাৎ বিপত্তি। আচমকাই হুড়মুড় করে ভেঙে পড়ে মঞ্চ। তবে ঠিক সময়ে তাঁকে সরিয়ে নিয়ে যাওয়ায় বড় বিপদ এড়ানো গেছে। মঞ্চ ভাঙার সঙ্গে সঙ্গে দেবকে ধরে নেন তাঁর নিরাপত্তারক্ষীরা। এদিন দেব ছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন ঘাটাল ব্লক তৃণমূলের সভাপতি দিলীপ মাজি, তৃণমূল নেতা বিকাশ কর। তাঁদেরও নিরাপদে মঞ্চ থেকে নামিয়ে আনা হয়। এই ঘটনায় হতাহতের কোন খবর নেই। বুধবার রামনবমীর শোভাযাত্রায় পা মেলান ঘাটালের তৃণমূল প্রার্থী। অভিযোগ, জন সংযোগের সময় এক মঞ্চে বক্তব্য শেষে জয় শ্রী রাম বলে ওঠেন তিনি। আশেপাশেও তখন স্লোগান ওঠে জয় শ্রী রাম। তারপরেই শুরু হয় বিতর্ক। বাম কংগ্রেসের অভিযোগ, ধর্ম আর রাজনীতিকে মিশিয়ে ফেলা তৃণমূল বিজেপির সংস্কৃতি এখন গ্রাস করেছে বাংলাকে। তবে তৃণমূল এই অভিযোগ মানতে নারাজ। হিন্দুত্ববাদী দল হিসেবে জয় শ্রী রাম ধ্বনি বিজেপির একচেটিয়া বলেই দাবি তৃণমূলের। তাই জয় শ্রী রাম ধ্বনি শুনে প্রকাশ্যেই একাধিকবার অসন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী নিজেও।
লোকসভা নির্বাচন চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার বলতে শোনা গিয়েছে, ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে তাঁর দল তৃণমূল গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। লোকসভা...
Read more
Discussion about this post