প্রথম দফা লোকসভা নির্বাচনের আর দুই দিন মাত্র বাকি। হাই ভোল্টেজ প্রচার চালাচ্ছে রাজনৈতিক দলগুলি। তবে আজ কথা বলব দমদম লোকসভা নির্বাচন নিয়ে। এই মুহূর্তে রাজ্য রাজনীতির যে প্রেক্ষাপট, তাতে দমদম লোকসভা এবার অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দমদম লোকসভা কেন্দ্রটি উত্তর ২৪ পরগনা জেলার অন্তর্গত। এই জেলা কলকাতা লাগোয়া হওয়ায় স্বাভাবিকভাবেই গুরুত্ব অনেকটাই বেশি। সাতটা বিধানসভা নিয়ে একটি লোকসভা। খড়দহ, উত্তর দমদম, পানিহাটি, কামারহাটি, বরানগর, দমদম ও রাজারহাট গোপালপুর নিয়ে তৈরি দমদম লোকসভা। ২০০৯ থেকে দমদম কেন্দ্রে জয় ধরে রাখতে পেরেছিল শাসক দল তৃণমূল। স্বাভাবিকভাবেই রাজ্যের শাসক দলের কাছে আপাতত পাখির চোখ লোকসভা নির্বাচন।
এই কেন্দ্র থেকে তৃণমূল, বিজেপি, বামেরা প্রার্থী দিয়েছে। তৃণমূলের হয়ে লড়ছেন সৌগত রায়, সিপিএমের টিকিট এ দাঁড়িয়েছেন সুজন চক্রবর্তী, বিজেপি টিকিট দিয়েছে তৃণমূল ছেড়ে আসা শিলভদ্র দত্তকে। বোঝাই যাচ্ছে, দমদম কেন্দ্রে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ রাজনৈতিক দলগুলি।
বর্তমানে দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায়। তৃণমূলের টিকিটে ২০০৯ সাল থেকে ওই কেন্দ্রে জিতে আসছেন তিনি। পরিসংখ্যান বলছে, গত ১৯ এর লোকসভা নির্বাচনে ৫ লাখ ১২ হাজার ৬২ ভোটে জয়ী হয়েছিলেন সৌগত। ৪ লাখ ৫৯ হাজার ৬৩ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে ছিলেন বিজেপি প্রার্থী শমীক ভট্টাচার্য। ১ লাখ ৬৭ হাজার ৫৯০ ভোট পেয়ে তৃতীয় স্থানে ছিলেন সিপিএম প্রার্থী নেপালদেব ভট্টাচার্য। জতীয় কংগ্রেসের প্রার্থী সৌরভ সাহা পান ২৯ হাজার ৯৭ ভোট। গত ২০২১ সালের বিধানসভা ভোটের নিরিখে বর্তমানে এই ৭টি আসনই রয়েছে তৃণমূলের দখলে।
আঞ্চলিক দিক থেকেও দমদমের বিশেষ গুরুত্ব রয়েছে। দমদম জংশন পূর্ব রেলের শিয়ালদহ শাখার অন্যতম গুরুত্বপূর্ণ একটি স্টেশন। কারণ এই স্টেশন থেকেই ভাগ হচ্ছে বনগাঁ, ডানকুনি শাখা। আবার মেট্রো পরিষেবার ক্ষেত্রেও বিশেষ গুরুত্বপূর্ণ এই জায়গা। দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো পরিষেবা যেমন রয়েছে। অন্যদিকে মেট্রো সম্প্রসারের পর বর্তমানে মেট্রো পৌঁছে গিয়েছে দক্ষিণেশ্বর পর্যন্ত। সেক্ষেত্রে দক্ষিণেশ্বরের মতো ধর্মীয় স্থানে যাতায়াতও এখন মেট্রোর মাধ্যমে হয়ে উঠেছে অত্যন্ত সহজ। আবার দমদম থেকে আন্তর্জাতিক বিমানবন্দরও কাছে। এছাড়াও স্কুল কলেজ সহ অন্যান্য দিক থেকেও দমদম বিশেষ গুরুত্বের দাবি রাখে। সেক্ষেত্রে অন্যান্যবারের মতো এবারের লোকসভা নির্বাচনেও রাজনৈতিক পর্যবেক্ষকদের বিশেষ নজরে থাকতে চলেছে দমদমে। এখন দেখার বিষয়ে কার দখলে দমদম।
Discussion about this post