নিজের দলের প্রার্থীর বিরুদ্ধে ফেক অডিও তৈরি করে ভাইরাল করার অভিযোগে গ্রেফতার হলেন বিজেপির রাজ্য কমিটির সদস্য তথা প্রাক্তন মেজর ঋত্বিক পাল। সোমবার রাত একটা নাগাদ চুঁচুড়া সাইবার থানার পুলিশ হিন্দমোটরের বাড়ি থেকে ঋত্বিক পালকে গ্রেফতার করে। দুটি ল্যাপটপও বাজেয়াপ্ত করা হয়েছে। ঋত্বিকের পরিবার সূত্রে খবর, মাঝরাতে হঠাৎ বাড়িতে পুলিশ এসে ঋত্বিককে নিয়ে যায়। সাথে তার দুটি ল্যাপটপও। ঋত্বিকের বাবা হিমাদ্রিশেখর পালের দাবি, “তবে ওদের কথায় বুঝতে পারলাম একটি ফেক অডিও ক্লিপ ভাইরাল করার ঘটনায় আমার ছেলেকে গ্রেফতার করা হয়েছে। ওর দুটো ল্যাপটপ নিয়ে গিয়েছে পুলিশ”। ঋত্বিকের বাবার কথায়, কেন তার ছেলেকে গ্রেফতার করা হল সেই বিষয়টা তাদের কাছে স্পষ্ট নয়।
উল্লেখ্য, কিছুদিন আগে হুগলিতে দুটি অডিও ক্লিপ ভাইরাল হয়। একটিতে শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপি প্রার্থী কবীর শংকর বোসের কথোপকথন ছিল। আরেকটি অডিওতে কবীর শংকর টাকা দিয়ে টিকিট পেয়েছেন এমন কথাবার্তা ছিল। হিন্দি ভাষায় এই কথোপকথনে মনে হচ্ছিল দিল্লিতে কারো সঙ্গে কথা হচ্ছে কবির শংকরের। এই অডিও ভাইরাল হতেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও কবীর শংকর বোস দুজনেই চন্দননগর পুলিশের কাছে অভিযোগ জানান।
চন্দননগর পুলিশের সাইবার থানা আইপি আড্রেস ট্র্যাক করে ঋত্বিক পালের খোঁজ পায়। এরপরেই সোমবার রাতে বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।চন্দননগর পুলিশ কমিশনার জানিয়েছেন, ফেক অডিও ভাইরাল সংক্রান্ত দুটি অভিযোগ দায়ের হয়েছিল। তার ভিত্তিতে তদন্ত করে সোমবার রাতে একজনকে গ্রেফতার করা হয়েছে। তবে নিজের দলের নেতার বিরুদ্ধে কেন এমন পদক্ষেপ ঋত্বিক পালের? লোকসভা নির্বাচনের টিকিট না পেয়ে রাগের বহিঃপ্রকাশ এই ঘটনা।
প্রসঙ্গত, গত ৭ জানুয়ারি ডানকুনিতে সুকান্ত মজুমদারের বাইক আটকায় পুলিশ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে তাদের হেফাজত থেকে অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছিল ঋত্বিক পালকে। কয়েকদিন জেলে ছিলেন সেনা বাহিনীর প্রাক্তন মেজর। জেল থেকে ছাড়া পাওয়ার পর তাঁর বাড়িতে গিয়ে দেখা করেছিলেন বিরোধী দলনেতা। তখন থেকেই জল্পনা শুরু হয়েছিল তাহলে কি আসন্ন লোকসভা নির্বাচনে শ্রীরামপুর থেকে বিজেপি প্রার্থী হতে পারে ঋত্বিক পাল? যদিও সেই জল্পনায় জল ঢেলে বিজেপি প্রার্থী করে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন জামাই কবীর শংকর বোসকে। ঋত্বিকের গ্রেফতারের খবর শুনে কবীর শংকর বলেন, “আমাদের দলের কর্মী গ্রেফতার হবে এটা চাই না।”
Discussion about this post