সোমবার ভোটগ্রহণ ছিল বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে। সকাল থেকে ভোট শান্তিপূর্ণভাবে হলেও, দিন গড়াতেই সংঘর্ষে জড়ায় তৃণমূল-বিজেপি। আর যুযুধান দুই শিবিরের সংঘর্ষে কার্যত রণক্ষেত্রের চেহারা ধারণ করে মন্তেশ্বর। শাসকদলের বিক্ষোভের মুখে পড়েন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। তাঁর নিরাপত্তায় থাকা জওয়ানদের ঘিরেও বিক্ষোভ দেখানো হয়। মুহুর্মুহু ইটবৃষ্টিতে কাচ ভাঙে দিলীপের কনভয়ের। আহত নিরাপত্তায় থাকা এক জওয়ান. গাড়ি থেকে নেমে তৃনমূল কর্মীদের সঙ্গে হাতাহাতিতে জড়ালেন দিলীপ।
এই ঘটনার জেরে সক্রিয় নির্বাচন কমিশন। কী হয়েছে বিস্তারিত জানতে রিপোর্ট চাইলো কমিশন। এছাড়াও, বর্ধমান – দুর্গাপুর কেন্দ্রের একাধিক বুথে বিরোধী দলের এজেন্টকে ঢুকতে বাধা দিচ্ছে তৃণমূল, এমন অভিযোগও ওঠে। দুর্গাপুরে তৃণমূল-বিজেপির সংঘাত। বিজেপি-র ক্যাম্পে হামলার অভিযোগ শাসকদলের বিরুদ্ধে।অপরদিকে, পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্রে ভোটের দিন প্রকাশ্যে চলে এলো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। গলসিতে দলীয় কোন্দলের জেরে জখম দুই টোটো চালক তৃণমূল কর্মী। তাঁদের অভিযোগ, ভোটারদের বুথে নিয়ে যাওয়ার পথে সিপিএম-কে ভোট দিতে চাপ দিচ্ছে তৃণমূলেরই কিছু লোকজন। যদিও এই অভিযোগ মানতে নারাজ তৃণমূল নেতৃত্ব। তাদের দাবি, এটা পারিবারিক বিবাদ।
প্রসঙ্গত, বর্ধমান – দুর্গাপুর কেন্দ্রে এবার লড়াই ত্রিমুখী. বিজেপি প্রার্থী করেছে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে. অন্যদিকে, প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদকে প্রার্থী করেছে তৃণমূল। এই দুই হেভিওয়েটের মাঝে বাম-কংগ্রেসের বাজি সিপিএম-এর সুকৃতী ঘোষাল। পূর্ব বর্ধমানে অসীম সরকারকে টিকিট দিয়েছে গেরুয়া শিবির। শর্মিলা সরকারকে সামনে রেখে লড়ছে তৃণমূল। আর বাম-কংগ্রেসের তুরুপের তাস নীরব খাঁ। শেষ পর্যন্ত কাদের ঝুলিতে যাবে বর্ধমান-দুর্গাপুর এবং পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্র, জানা যাবে ৪ জুন।
Discussion about this post