চব্বিশের লোকসভা নির্বাচনের প্রথম তিন দফা মিটেছে নির্বিঘ্নেই। বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ছাড়া কোথাও বড় কোনও রাজনৈতিক হিংসার ঘটনা ঘটেনি। সোমবার, ১৩ মে চতুর্থ দফায় ভোটগ্রহণ দেশের মোট ৯৬টি কেন্দ্রে। ভোটের লাইনে দাঁড়িয়েছেন জম্মু-কাশ্মীর, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ-সহ ১০ রাজ্যের বাসিন্দারা। শুধুমাত্র অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশাতে চলছে বিধানসভা নির্বাচন। বাংলায় মোট ৮ আসনে ভোট। কৃষ্ণনগর, রানাঘাট, বীরভূম, বোলপুর, বহরমপুর, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, আসানসোল। নিরাপত্তায় মোতায়েন থাকছে প্রায় ৫৭৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। পুলিশ মোতায়েন থাকছে ৩০০০০ এর কাছাকাছি। এই দফায় ভাগ্য নির্ধারণ হবে কয়েকজন হেভিওয়েট প্রার্থীদের। দিলীপ ঘোষ, মহুয়া মৈত্র, শতাব্দী রায়, ইউসুফ পাঠান, অধীর চৌধুরী, শত্রুঘ্ন সিনহা, এসএস আলুওয়ালিয়াদের আজ মহা পরীক্ষা।
চতুর্থ দফার নির্বাচনে আটটি লোকসভা কেন্দ্রের সকাল ১১’টা পর্যন্ত ভোটের শতাংশ জানালো নির্বাচন কমিশন। সকাল ১১টা পর্যন্ত বহরমপুরে ভোট পড়েছে ৩৫.৫৩ শতাংশ, কৃষ্ণনগরে ৩২.৫৯ শতাংশ, রানাঘাটে ৩৩.২৩ শতাংশ, বর্ধমান পূর্বে ৩৩.৮২ শতাংশ, বর্ধমান দুর্গাপুরে ৩১.৪১ শতাংশ, আসানসোলে ২৯.৯৯ শতাংশ, বোলপুরে ৩৫.২২ শতাংশ, বীরভূমে ৩০.৪৫ শতাংশ। সকাল ১১’টা পর্যন্ত মোট ভোট পড়েছে ৩২.৭৮ শতাংশ।এরমধ্যে সব থেকে বেশি ভোট পড়েছে গুরুত্বপূর্ণ কেন্দ্র অধীর চৌধুরীর গড় বহরমপুরে ৩৫.৫৩ শতাংশ।
প্রসঙ্গত, বহরমপুরে মোট কেন্দ্রের সংখ্যা ১৮৭৯, এবং স্পর্শকাতর বুথের সংখ্যা ৫৫৮। কৃষ্ণনগরে মোট ভোট কেন্দ্র ১৮৪১, স্পর্শকাতর ভুতের সংখ্যা ৩৩৮। রানাঘাটে মোট ভোট কেন্দ্র ১৯৮৩, তার মধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা ৪১০, বোলপুরে মোট ভোট কেন্দ্র ১৯৭৯, স্পর্শকাতর বুথের সংখ্যা ৬৫৯। বীরভূমে মোট ভোট কেন্দ্র ১৯৪৩, স্পর্শকাতর বুথের সংখ্যা ৬৪০। বর্ধমান পূর্বের মোট ভোট কেন্দ্র ১৯৪৩, স্পর্শকাতর বুথের সংখ্যা ৩০১। বর্ধমান দুর্গাপুরে মোট ভোট কেন্দ্র ২০৩৯, স্পর্শকাতর বুথের সংখ্যা ৪২২। আসানসোলের মোট ভোট কেন্দ্র ১৯০১, স্পর্শকাতর বুথের সংখ্যা ৩১৯।
কি আশ্চর্য সমাপতন! সেই ২০০০ সালে রাজ্যে তখন ভরা বাম শাসন। রাজ্যের প্রধান বিরোধী নেত্রী তখন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময়...
Read more
Discussion about this post