২৪ এর লোকসভা নির্বাচনে তমলুক লোকসভা থেকে কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে দাঁড়িয়েছে দেবাংশু ভট্টাচার্য এবং বামেদের হয়ে দাঁড়িয়েছে সায়ন মুখোপাধ্যায়। বঙ্গ রাজনীতিতে দুজনেই তরুণ প্রার্থী। সেই সঙ্গে এরা দুজনেই স্যোশাল মিডিয়ায় যথেষ্টই চেনা মুখ। ইতিমধ্যেই তারা দুজনেই দাখিল করেছেন তাঁদের মনোনয়ন পত্র। জানেন, আয়ের নিরিখে দুই তরুণ প্রার্থী কে কার থেকে কত এগিয়ে। জানলে অবাক হবেন আপনিও।
প্রথমে আসি হলফনামা অনযায়ী তরুণ তৃণমূল প্রার্থী দেবাংশুর ভট্টাচার্যের সম্পত্তির পরিমাণ কত?
হলফনামা অনুযায়ী দেবাংশুর আয় হচ্ছে, ২০২২ -২৩ অর্থবর্ষে তৃণমূলের তরুণ প্রার্থী আয় করেছেন ৪ লক্ষ ৯৯ হাজার ৮২০ টাকা। ২০২১-২২ অর্থবর্ষে তাঁর আয় ছিল ৪ লাখ ৯৭ হাজার ৪৯০, এবং ২০২০-২১ অর্থবর্ষে আয় ছিল ৪ লাখ ৯৯ হাজার ৯৮০ টাকা। দেবাংশুর নেই কোনও গাড়ি, নেই সোনাদানা। পাশাপাশি কোনও ব্যাঙ্ক লোনও নেই তাঁর। তবে পরিচিত বন্ধুস্থানীয়দের কাছ থেকে ১০ লাখ টাকা ঋণ নিয়েছেন বলে জানিয়েছেন তিনি। থাকার মধ্যে রয়েছে দেবাংশুর দুটি ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট। যে অ্যাকাউন্টের একটিতে রয়েছে ৫ লক্ষ ৭৪ হাজার ২১৩ টাকা। সেই সঙ্গে পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে রয়েছে মাত্র ৫০০ টাকা। দেবাংশুর হাতে নগদ রয়েছে মাত্র ৫৬ হাজার টাকা।
এবার আসি হলফনামা অনুযায়ী তরুণ বাম প্রার্থী সায়নের মুখোপাধ্যায়ের সম্পত্তির পরিমাণ কত?
হলফনামা অনুযায়ী সায়নের ২০২৩-২৪ অর্থ বর্ষে সায়নের আয় ছিল ৪ লাখ ৭১ হাজার ১৩০টাকা। এদিকে, ২০২২-২৩ অর্থবর্ষে আয় ছিল ৪ লাখ ৫৮ হাজার ৯৮০টাকা। ২০২১-২২ অর্থবর্ষে আয় ছিল ৪ লক্ষ ১৬ হাজার ৯৮০ টাকা। সায়ন বিবাহিত। সায়নের সঙ্গে তাঁর স্ত্রীয়ের আয়ের পরিমাণও হলফনামায় উল্লেখ করেছেন সায়ন। হলফনামা অনুযায়ী তাঁর স্ত্রীয়ের আয় ২০১৯-২০ অর্থবর্ষে ছিল ২লক্ষ ৯০ হাজার ৩৬০ টাকা। ২০২০-২১ অর্থবর্ষে দাঁড়ায় ৩ লক্ষ ২০ হাজার ৬৫০ টাকা। ২০২১-২২ অর্থ বর্ষে আয়ের পরিমাণ ৩ লক্ষ ৯৯ হাজার ৪২০ টাকা। ২০২২-২৩ অর্থ বর্ষের পরিমাণ ৪ লক্ষ ৬৮ হাজার ২৯৭ টাকা ও ২০২৩-২৪ অর্থ বর্ষে যা দাঁড়ায় ৪ লক্ষ ২১ হাজারর ১৬০ টাকা। ১০ হাজার টাকার মতো নগদ হাতে রয়েছে সায়নের। তবে এখানেই শেষ নয়, দুটি গাড়ি রয়েছে সায়নের। যার দাম ১লক্ষ ৩০ হাজার টাকা ও অপরটির দাম ১০ লক্ষ ৫৪ হাজার ৯০১ টাকা। সেই সঙ্গে সায়নের গাড়ির লোন রয়েছে ৬ লক্ষ টাকার বেশি। পাশাপাশি সায়নের স্ত্রীয়েরও একটি বিলাসবহুল গাড়ি রয়েছে। যার মূল্য ৫লক্ষ ৫৫ হাজার। তবে দেবাংশুর মতো সায়নের নিজস্ব কোনও সোনা না থাকলেও তাঁর স্ত্রীয়ের রয়েছে ৩৬৮ গ্রাম স্বর্ণালঙ্কার। বর্তমানে যার বাজারমূল্য ২৩ লক্ষ টাকা। সব মিলিয়ে দেবাংশুর অস্থাবর সম্পত্তির মোট পরিমাণ ১৮ লক্ষ ৩০ হাজার ৭৬৮ টাকা। পাশাপাশি সায়নের অস্থাবর সম্পত্তির মোট পরিমাণ ২১ লক্ষ ৭৩ হাজার ১১টাকা।।
Discussion about this post