শান্তিপূর্ণ স্বচ্ছ অবাধ নির্বাচন করা লক্ষ্য নির্বাচন কমিশনের। প্রথম দফার তুলনায় দ্বিতীয় দফায় কেন্দ্রীয় বাহিনী বাড়িয়ে ছিল নির্বাচন কমিশন। এবার বুথের ভিতরের পরিস্থিতি আঁচ করতে কৃত্তিম বুদ্ধিমত্তাতে ভরসা রাখছে নির্বাচন কমিশন। AI ব্যবহার করে পশ্চিমবঙ্গের বুথগুলিতে ওয়েবকাস্টিংয়ের বন্দোবস্ত করা হয়েছে। দুই দফায় AI প্রযুক্তি ব্যবহার করে ইতিমধ্যেই সাফল্য পেয়েছে কমিশন। এবার তৃতীয় দফাতেও চলছে নতুন প্রযুক্তি ব্যবহার করার প্রস্তুতি। কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে চলছে ত্রিস্তরীয় নজরদারি।
বুথের ভেতরের কি পরিস্থিতি? কি ঘটনা ঘটছে? কোনও অপ্রীতিকর ঘটনা ঘটছে কিনা? নিমেষের মধ্যে এসবের আঁচ পেতে, এবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্তিম বুদ্ধিমত্তাকে কাজে লাগাচ্ছে নির্বাচন কমিশন। বঙ্গে তৃতীয় দফার ভোট রয়েছে মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর ও মুর্শিদাবাদে। আগামী ৭ মে হবে তৃতীয় দফার নির্বাচন। ওইদিন ৪০৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। মুর্শিদাবাদে থাকবে ১১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। মালদায় থাকবে ১৪৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সর্বমোট তৃতীয় দফা নির্বাচনে ৩৩৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে বঙ্গে। পাশাপাশি ৩৩১ কোম্পানি কুইক রেসপন্স টিম থাকবে।
Discussion about this post