সকাল ৭টা থেকে শুরু হয়েছে প্রথম দফা লোকসভা নির্বাচন। চলবে সন্ধ্যে ৬টা পর্যন্ত। বাংলা থেকে তিনটি কেন্দ্রে হচ্ছে প্রথম দফার নির্বাচন। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার। সকাল থেকেই শহরের বিভিন্ন প্রান্ত থেকে শুরু করে গ্রাম এবং চা বলয়ের বুথের সামনে লম্বা লাইন সাধারণ মানুষের। এ পর্যন্ত স্বাভাবিক ছবি। তবে চমকপ্রদ সংযোজন এর পরের ছবিটি। এখানে ভোট দিলেই থাকছে ভালোমন্দ আহারের ব্যবস্থা। বরাবরই শান্তিপূর্ণ নির্বাচন করে আসছে জলপাইগুড়ি।জলপাইগুড়ির পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের ১৭, ২০৮, ২০৯ নম্বর বুথের ভোটারদের আহারের সুবন্দোবস্ত করা হয়েছে তৃণমূল সদস্যদের তরফে। জনগণে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে যাতে কোন অসুবিধা না হয় সেজন্যই এই ব্যবস্থা করা হয়েছে বলে দাবি স্থানীয় তৃণমূল সদস্যদের। জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের পাতকাটা কলোনি এলাকায় খাওয়া দাওয়ার এলাহি আয়োজন করেছে তৃণমূল। তৃণমূল কর্মী সমর্থক সহ সমস্ত ভোটাররাও খেতে পারবেন এই খাবার বলে জানান তৃণমূলকর্মীরা। ইতিমধ্যেই ভোটাররা খাওয়া দাওয়ার জন্য ভোট দিয়ে অপেক্ষাও করছেন। সকালের জলখাবারে থাকছে গরম-গরম লুচি, কাবলি চানা, সঙ্গে পনির এবং মিষ্টি। ব্যবস্থা রয়েছে মধ্যাহ্ন ভোজনেরও। দুপুরের খাবারে থাকছে সাদা ভাত, ডাল, ডিমের কারি, শেষ পাতে চাটনি। এক কথায় বলাই যায়, জলপাইগুড়িতে আজ ভোট-উৎসবের সঙ্গে জুড়ে গিয়েছে পুরোদস্তুর পিকনিকের আমেজ।
লোকসভা নির্বাচন চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার বলতে শোনা গিয়েছে, ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে তাঁর দল তৃণমূল গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। লোকসভা...
Read more
Discussion about this post