লোকসভা ভোট ঘোষণা হওয়ার আগে থেকেই বঙ্গ সফরে আসা শুরু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত মার্চ-এপ্রিল মিলিয়ে তিনি সাতবার পশ্চিমবঙ্গে এসেছেন, সভা করেছেন মোট ৯টি। বিজেপি সূত্রের খবর, তৃতীয় দফা ভোটের আগে আগামী শুক্রবার অর্থাৎ ৩ মে ফের বঙ্গ সফরে আসছেন নরেন্দ্র মোদি। ওই দিন ৩টি জনসভায় ভাষণ দেওয়ার কথা তাঁর। উত্তরবঙ্গের ভোটপর্ব সাঙ্গ হয়েছে। এবার শুরু দক্ষিনবঙ্গের ভোট। তার আগেই প্রধানমন্ত্রীর আগমন অন্য মাত্রা যোগ করতে চলেছে বঙ্গ রাজনীতিতে। জানা যাচ্ছে, আগামী ৩ মে প্রধানমন্ত্রী দক্ষিণবঙ্গের কৃষ্ণনগর, বর্ধমান পূর্ব এবং বোলপুরে জনসভায় ভাষণ দিতে চলেছেন।
এবারের লোকসভায় পশ্চিমবঙ্গকে পাখির চোখ করেছে ভারতীয় জনতা পার্টি। সাড়া দেশে ৪০০-র বেশি পাওয়ার আশা রাখা বিজেপির কাছে পশ্চিমবঙ্গে আসন বাড়ানোর গুরুত্ব যে কতটা সেটা নরেন্দ্র মোদির বারবার যাতায়াত দেখেই বোঝা যাচ্ছে। ২০২৯-এর লোকসভা ভোটে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তারকা প্রচারক হিসেবে অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রীদের পাঠিয়েছিলেন। কিন্তু এবার দ্বিতীয় দফার ভোট পর্যন্ত সেটা দেখা যায়নি। বদলে বিজেপির প্রথম দুই অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেই বেশি দেখা যাচ্ছে বঙ্গের প্রচারে।
প্রধানমন্ত্রীও বাংলায় প্রচারে এসে বারবার বাংলায় কথা বলে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন। আবার কখনও বাংলার মনীষীদের নানান উদ্ধৃতি স্মরণ করিয়ে তোপ দাগছেন তৃণমূলকে। আগামী শুক্রবার মোদি যে তিনটি লোকসভা কেন্দ্রের প্রার্থীদের হয়ে প্রচার করবেন হলেন কৃষ্ণনগরের রানীমা অমৃতা রায় এবং বর্ধমান পূর্বের অসীম সরকার এবং বোলপুরের পিয়া সাহা। কৃষ্ণনগরের বিদায়ী সাংসদ তৃণমূলের মহুমা মৈত্রকে হারাতে মরিয়া বিজেপি এবার প্রার্থী বাছাইয়েও চমক দিয়েছে। এলাকায় পরিচিত রাজমাতা অমৃতা রায়ের হয়ে আগামী শুক্রবার বাংলাদেশ সীমান্ত লাগোয়া তেহট্টে প্রচার করতে চলেছেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, অমৃতা রায়ের হয়ে প্রচারে আসার কথা ছিল অমিত শাহর। কিন্তু প্রধানমন্ত্রী আসায় তিনি আপাতত কৃষ্ণনগরের সভা বাতিল করেছেন বলেই খবর।
এবার বোলপুরের বিজেপি প্রার্থী সাধারণ গৃহবধূ পিয়া সাহা। বীরভূম জেলার হেভিওয়েট কেন্দ্র বোলপুরে এবার অখ্যাত এক মহিলাকে টিকিট দিয়ে চমক দিয়েছে বিজেপি। এবার তাঁর হয়েও প্রচারে এসে তাৎপর্যপূর্ণ বার্তা দিতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একইভাবে বর্ধমান পূর্বে বিজেপি প্রার্থী বিখ্যাত কবিয়াল অসীম সরকারের হয়েও গলা চড়াবেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর এহেন বারবার বঙ্গ সফরকে ব্যঙ্গ করতে ছাড়ছেন না তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন নির্বাচনী জনসভা থেকে তিনি প্রধানমন্ত্রীকে পাল্টা জবাবও দিচ্ছেন। বলাই বাহুল্য এবারের লোকসভা ভোট জমিয়ে দিচ্ছে প্রধানমন্ত্রী এবং বাংলার মুখ্যমন্ত্রী তরজা।
Discussion about this post