বৃহস্পতিবার ইকোপার্কে মর্নিং ওয়াকে আসেন দিলীপ ঘোষ। এদিন একাধিক ইস্যুতে সরব হন দিলীপ। পাশাপাশি বাকি পর্বের ভোট কেমন হবে তা নিয়েও মুখ খোলেন তিনি। এদিন দিলীপ ঘোষ জানান, ‘উত্তরবঙ্গে আমরা একতরফা খেলেছি। ওখানেই ওদের খেলা শেষ হয়ে গেছে। ওই ধাক্কায় বাকি খেলা বেরিয়ে যাবে। খেলা পুরো হবে। ভালো করে হবে। সেন্ট্রাল ফোর্স কাউকে নড়তে দিচ্ছে না। রিগিং বন্ধ করে দিয়েছে। চাপ্পা ভোট বন্ধ বলে ভোটের হার কম। গুণ্ডাদের বাড়ি থেকে বেরোতে দিচ্ছে না বাহিনী। সাধারণ মানুষ সাহস করে ভোট দিচ্ছেন। তাদের স্যালুট। কমিশন খুব সিরিয়াস। এতো শান্তিপূর্ন ভোট ইদানিং কালে এই রাজ্যে হয়নি।’ এরপরই সন্দেশখালি প্রসঙ্গে বিজেপি প্রার্থীর সংযোজন, ‘ওখানকার মহিলাদের রাত জাগার কারণ আছে। আমরা বাইরে থেকে বুঝতে পারছি না। মহিলা এবং পুরুষ কেউ সুরক্ষিত নন। পুরুষদের পুলিশ দিয়ে ভয় দেখাচ্ছে। মহিলাদের তুলে নিয়ে যাওয়ার ভয় দেখাচ্ছে। যারা আন্দোলনজীবী তারা কল্পনা করতে পারবেন না ওখানে ঠিক কিভাবে আন্দোলন হচ্ছে। ওখানকার মহিলাদের লড়াই সারা দুনিয়াকে পথ দেখিয়েছে। তাদের আমি প্রণাম জানাই। সিভিল পুলিশের ওপরেও আক্রমণ কারণ সব সিভিক পুলিশ তৃণমূল নয়। এরপর মমতা অভিষেক বড় বড় কথা বলবে। আর পয়সা দিয়ে ভিডিও বের করে ছড়াবে। ভোটের ফলাফলে সব উত্তর পেয়ে যাবে।’ বর্তমানে সি এ এ ইস্যুতে সরগরম রাজ্য রাজনীতি। এদিন সিএএ ইস্যুতেও মুখ খুলতে দেখা যায় বিজেপি প্রার্থীকে। দিলীপ ঘোষ বলেন, ‘ বিজেপি সরকার কথা দিয়েছিল। কাজ করেছে। প্রশাসনের কাজ সারা বছর চলে। এর সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই। এটা চলবে। তৃণমূল আওয়াজ দিয়েছিল, করতে দেবনা, চলতে দেবনা। এবার তারা বসে বসে দেখবে।
লোকসভা নির্বাচন চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার বলতে শোনা গিয়েছে, ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে তাঁর দল তৃণমূল গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। লোকসভা...
Read more
Discussion about this post