আগামী ৭ মে তৃতীয় দফার ভোটে ৪০৬ কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে। ১৩ মে চতুর্থ দফার নির্বাচন রয়েছে রাজ্যে। আটটি আসনে ৫৭৮ কোম্পানি বাহিনী মোতায়েন চূড়ান্ত হয়েছে। পঞ্চম দফায় কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা অন্তত ১২৬ কোম্পানি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। নতুন সিদ্ধান্তে ওই দফায় রাজ্যে ৭৫০ কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে। দক্ষিণবঙ্গের ভোটে ধাপে ধাপে বাড়ছে কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনী মোতায়নে বড়সড়ো সিদ্ধান্ত নিচ্ছে নির্বাচন কমিশন। ষষ্ঠ পর্যায় নির্বাচনে বাড়তি নিরাপত্তার চাদরে মুড়ে ফেলতে চায় কমিশন। ষষ্ঠ দফায় মোট ৮টি লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে। নির্বাচন কমিশনের সূত্রের খবর, পঞ্চম দফায় ৭৬২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে।
ষষ্ঠ দফায় প্রথমে ৬৮৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের কথা থাকলেও বর্তমানে তা বাড়িয়ে ৯৫১ কোম্পানি বাহিনী মোতায়েনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশনের।
পাশাপাশি ২৫ মে ষষ্ঠ দফার ভোটে কড়া নজরদারি থাকবে নির্বাচন কমিশনের। এদিন দুই মেদিনীপুর সহ জঙ্গলমহলে ভোট হবে। তাই কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বৃদ্ধির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের।
লোকসভা নির্বাচন চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার বলতে শোনা গিয়েছে, ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে তাঁর দল তৃণমূল গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। লোকসভা...
Read more
Discussion about this post