চাকরি ছেড়ে রাজনীতিতে পা রেখেছিলেন আইপিএস দেবাশিস ধর। বীরভূম থেকে বিজেপির প্রার্থীও হয়েছিলেন। মনোনয়নও জমা দেন। তবে নো ডিউস সার্টিফিকেট না থাকায় মনোনয়ন বাতিল হয়ে যায়। অবশ্য এমনটাই দাবি আইপিএস দেবাশীষ ধরের। যদিও সে দাবি ওড়ালেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার মালদহ উত্তর লোকসভা কেন্দ্রের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে হবিবপুরে সভা করেন মমতা। ওই মঞ্চ থেকে নাম না করে দেবাশীষ ধরের রিলিজ না পাওয়ার কারণ তুলে ধরেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা যায় তৃণমূল সুপ্রিমোকে। এদিনের সভা থেকে মমতা বলেন, ‘দেখলেন একজন আইপিএস এর পদত্যাগপত্র গৃহিত হলেও, আর এক জন প্রার্থী হতে পারলেন না ত্রুটি ছিল বলে। প্রসূন এমন একজন মানুষ যে পুলিশের সব মহলে কাজ করেছে। কিন্তু ওর নামে কোনও দিন কোনও মানুষ মারার বদনাম ছিল না। ওর নামে কোনও দিন কোনও অভিযোগ ছিল না। ওর নামে কোনওদিন গুলি চালানোর অভিযোগ ছিল না। ও চিরকাল দৌড়ে গিয়েছে।’ অর্থাৎ নাম না করে মুখ্যমন্ত্রী কোচবিহারের শীতলকুচির গুলি চালানোর ঘটনার প্রসঙ্গ তুলেছেন। ২০২১-এর বিধানসভা ভোটের দিন কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চারজনের মৃত্যু হয়। সেই সময় কোচবিহারের পুলিশ সুপার ছিলেন দেবাশিস ধর। মুখ্যমন্ত্রী সে দিকেই ইঙ্গিত করেছেন। প্রসূনের প্রশংসা করে মমতা আরো বলেন, “প্রসূন এমন একজন মানুষ যে পুলিশের সব মহলে কাজ করেছে। কিন্তু ওর নামে কোনও দিন কোনও মানুষ মারার বদনাম ছিল না। ওর নামে কোনও দিনও কোনও অভিযোগ ছিল না। ওর নামে কোনও দিনও গুলি চালানোর অভিযোগ ছিল না। ও চিরকাল দৌড়ে গিয়েছে।” স্মৃতি রোমন্থন করে মমতার সংযোজন, পুলিশ সুপার থাকাকালীন মাত্র ঘণ্টাখানেকের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে মালদহে সাম্প্রদায়িক অশান্তি রুখেছিলেন প্রসূন। অন্যদিকে বিজেপির অভিযোগ, প্রসূন বন্দ্যোপাধ্যায়কে ছাড়পত্র দেওয়া হলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দেবাশিস ধরকে ছাড়পত্র দেয়নি। যেহেতু তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন তাই তাঁকে ছাড়পত্র দেওয়া হয়নি। তাঁর মনোনয়ন বাতিলের পর এই ইস্যুতে সরব হয় পদ্মফুল শিবির। কিন্তু মমতার বক্তব্যের মধ্যে দিয়ে বোঝাতে চেয়েছেন, রাজ্য সরকারের জন্য দেবাশিস ধরের মনোনয়ন বাতিল হয়নি। শীতলকুচি গুলি কান্ডের জন্য তাঁর মনোনয়ন বাতিল হয়ে থাকতে পারে
লোকসভা নির্বাচন চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার বলতে শোনা গিয়েছে, ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে তাঁর দল তৃণমূল গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। লোকসভা...
Read more
Discussion about this post