সরকারি স্কুলে শিক্ষার মান ভালো নয় বলে যারা সরব তাঁদের জন্য এই প্রতিবেদন। অনেকেই আছেন যারা ভালোমানের স্কুল বলতে শুধুই বেসরকারি স্কুলই বোঝেন। তবে এ কথা অনস্বীকার্য যে ভারতে বহু ভালোমানের সরকারি স্কুল রয়েছে। যেমন ঝাড়খণ্ডের লাতেহার জেলায় অবস্থিত নেতারহাট আবাসিক স্কুল। এখানকার অসংখ্য পড়ুয়ারা যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়েছেন, তেমনই এই স্কুলকে দেশের আইএএস-আইপিএস তৈরির কারখানা বললেও ভুল হয় না।
ঝাড়খণ্ডের নেতারহাট আবাসিক স্কুল দেশের অত্যন্ত মর্যাদাপূর্ণ বিদ্যালয়। এখানে শুধু ঝাড়খণ্ড নয়, দেশের দূর-দূরান্তের রাজ্য থেকেও অভিবাবকরা সন্তানদের পাঠান তাঁদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে। অনেকেই স্বপ্ন দেখেন নেতারহাট আবাসিক স্কুলে তাঁদের সন্তানদের পড়াবেন। কারণ এই বিদ্যালয়ের বহু পড়ুয়া দেশের খ্যাতনামা ব্যক্তিত্ব। অর্থাৎ এই বিদ্যালয়ে পড়াশোনা করা বহু পড়ুয়া দেশ ও বিদেশের বড় বড় পদে আসীন হয়েছেন। আইএএস বা আইপিএস হয়ে বহু বড়বড় দায়িত্ব সামলেছেন বা সামলাচ্ছেন। সিবিআই ডিরেক্টর থেকে ইসরোর বিজ্ঞানী এই স্কুলের শিক্ষার্থীর তালিকায় নাম রয়েছে এরকম অনেকের।
শুধু দেশ নয়, আন্তর্জাতিক স্তরেও স্বীকৃত ঝাড়খণ্ডের নেতারহাট আবাসিক স্কুল। কারণ এই স্কুলের শিক্ষার্থীরা বিদেশের বহু নামীদামী প্রতিষ্ঠানের বড় পদে কাজ করে সুনাম অর্জন করেছেন। নেতারহাট আবাসিক স্কুল চালু হয়েছিল স্বাধীনতার ঠিক পরপরই। তখন ছিল বিহার রাজ্য, বর্তমানে ঝাড়খণ্ডে অবস্থিত এই বিখ্যাত স্কুল। বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে আজ পর্যন্ত এই বিদ্যালয়ের প্রায় সাড়ে তিন হাজার পড়ুয়া আইএএস বা আইপিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এছাড়া ডাক্তার বা ইঞ্জিনিয়ারের সংখ্যা তো অগন্য।
ঝাড়খণ্ড শিক্ষা বোর্ডের অধীনে চলা নেতারহাট আবাসিক স্কুলে পড়ুয়াদের অধ্যয়ন হয় অনেকটা প্রাচীন গুরুকূলের আদলে। এখানকার আবাসিকদের কঠিন আশ্রম জীবন যাপন করতে হয়। পড়ুয়াদের নিজেদের জামাকাপড় ধোয়া, বাসন মাজা, ঘর ও ক্যাম্পাস পরিস্কার পরিচ্ছন্ন করা সবকিছুই নিজের হাতে করতে হয়। পাশাপাশি চলে পড়াশোনা ও খেলাধুলা, শরীরচর্চা। ভোরের আলো ফুটতেই শুরু হয় কর্মকাণ্ড। নির্দিষ্ট সময়ের মধ্যেই সারতে হয় সমস্ত কাজকর্ম। বিজ্ঞানচর্চার জন্য রয়েছে আধুনিক ল্যাবরেটরি এবং অন্যান্য যন্ত্রপাতি।
ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে অবস্থিত লাতেহার জেলার নেতারহাট শহর। প্রাকৃতিক সৌন্দর্যের নীরীখে এই এলাকা অনন্য। নেতারহাট একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। আসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নেতারহাটকে ছোটনাগপুর মালভূমির রানী বলা হয়। এই মনোরম পরিবেশে নেতারহাট আবাসিক স্কুলের শিক্ষার্থীরা পান বিশ্বমানের পড়াশোনা। ফলে তাঁরা প্রতিযোগীতামূলক পরীক্ষায় দারুণ সাফল্য পেয়ে আইএএস-আইপিএস হয়ে দেশের সেবা করতে সক্ষম হন।
বাংলাদেশে সহিংসতার শিকার হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুরা। এবার বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে সরব হল আরএসএস। পড়শি দেশের হিন্দুদের বাঁচাতে অবিলম্বে...
Read more
Discussion about this post