ক্রিকেটের ভগবান শচিন তেন্ডুলকারের নিরাপত্তায় নিযুক্ত স্টেট রিজার্ভ পুলিশ ফোর্সের (এসআরপিএফ) জওয়ান নিজের সার্ভিস পিস্তল দিয়ে গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন। ফলে আবারও প্রশ্ন উঠে গেল দেশের ভিভিআইপি-দের নিরাপত্তার দায়িত্বে থাকা জওয়ানদের মানসিক স্বাস্থ্য নিয়ে। শচিনের নিরাপত্তার দায়িত্বে রয়েছে মহারাষ্ট্র পুলিশের স্পেশাল প্রোটেকশন ইউনিট। অনেকটা কে্ন্দ্রের এসপিজি বা স্পেশান প্রোটেকশন গার্ডের আদলে তৈরি এই নিরাপত্তাবাহিনী যথেষ্ট শারীরিক এবং মানসিকভাবে শক্ত। তবে কেন স্পেশাল প্রোটেকশন ইউনিটের একজন জওয়ান এভাবে নিজেকে শেষ করে দিলেন, উঠছে প্রশ্ন।
সূত্র মারফৎ জানা যাচ্ছে, প্রকাশ কাপডে, যিনি এসআরপিএফ কন্সটেবল পদে ডেপুটেশনে ছিলেন। বিশেষ ট্রেনিং সম্পূর্ণ করার পরই তাঁকে ভিভিআইপি নিরাপত্তা বাহিনীতে নিয়োগ করা হয়েছিল। এসআরপিএফ মহারাষ্ট্র তথা মুম্বইয়ে যাবতীয় ভিভিআইপি বা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সুরক্ষায় নিযুক্ত থাকে। যেমন ভারতরত্ন ক্রিকেটার শচিন তেন্ডুলকরের নিরাপত্তায় বেশ কয়েকজন এসআরপিএফ জওয়ান নিযুক্ত থাকেন। এই দলের অন্যতম সদস্য ছিলেন প্রকাশ কাপডে। তাঁর বাড়ি নাসিকের কাছে জামনার এলাকায়। মঙ্গলবার মাঝরাতে তিনি নিজের বাড়িতে নিজের সার্ভিস পিস্তল থেকে গলায় গুলি করেন। ফলে গুলিটি গলা থেকে মাথার বাঁ দিক ভেদ করে বেরিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রকাশের।
প্রকাশ কাপডে যখন এই চরম পদক্ষেপ গ্রহন করেছিলেন তখন বাড়িতে উপস্থিত ছিলেন তাঁর মা, স্ত্রী, ভাইয়ের স্ত্রী এবং তাঁদের সন্তানরা। যদিও প্রকাশের বাবা সে সময় উপস্থিত ছিলেন না। ঘটনার পরই খবর পেয়ে জামনার পুলিশের একটি দল আসে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। তবে জামনার থানার তদ্তকারী অফিসার কিরণ শিন্ডে জানিয়েছেন, আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেই তদন্ত চলছে। তবে প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে প্রকাশ কাপডে ব্যক্তিগত কারণে আত্মঘাতী হয়েছেন। তবে এর পিছনে পারিবারিক কোনও কারণ আছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। অপরদিকে যেহেতু শচিন তেন্ডুলকারের মতো ব্যক্তিত্বের নিরাপত্তার দায়িত্বে ছিলেন প্রকাশ কাপডে, তাই এসআরপিএফ আলাদা করে তদন্ত শুরু করেছে।
তবে এই ঘটনায় ভিভিআইপি দের নিরাপত্তায় মোতায়েন জওয়ানদের মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। শচিন বর্তমানে আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স দলের মেন্টর। ফলে তিনি ক্রিকেটারদের সঙ্গে সারা দেশ ঘুরে বেরাচ্ছেন। প্রকাশ কাপডে শচিনের নিরাপত্তা দলের সঙ্গে থাকছিলেন। ফলে শুধু শচিন নয়, তাঁর আশেপাশে আরও অনেক ভিভিআইপি ক্রিকেটার, প্রশাসক থাকতেন। মানসিকভাবে বিপর্যস্ত প্রকাশ যদি অন্য কাউকে গুলি ছুঁড়তেন তাহলে কি হতো? উল্লেখ্য, এই ধরণের ঘটনা এর আগে বহুবার ঘটেছে। কোনও নিরাপত্তাবাহিনীর জওয়ান সার্ভিস রাইফেল থেকে গুলি ছুঁড়ে সহকর্মী বা সাধারণ মানুষকে মেরে ফেলেছেন। বিশেষজ্ঞদের দাবি, নিরাপত্তাবাহিনীর জওয়ানদের নিয়ম করে কাউন্সেলিং করানো প্রয়োজন। যাতে তাঁদের মানসিক স্বাস্থ্য ঠিক থাকে।
Discussion about this post