বিহারে সংকটে বিজেপি। তেজস্বীর জনসভা ঘিরে ব্যাপক উচ্ছাস চোখে পড়লেও নীতিশ ম্যাজিক গায়েব বিহার লোকসভার এই ভোটে। তবে কি দলবদলু নীতিশের কালো ছায়া পড়ল বিহার বিজেপির ভোটব্যাঙ্কে?
ইন্ডিয়া জোটের মুখ ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। তাঁর ডাকেই পাটনায় প্রথম বৈঠক সেরেছিল ইন্ডিয়া। তখন অবশ্য জোটের নামটাও ঠিক হয়নি। এরপর জোটের অবস্থান, জোটবদ্ধ দলগুলির পারস্পরিক সমঝোতা, আসন রফা নিয়ে ক্রমশই জটিলতা বেড়েছে। রাজনীতির জল মেপে জোট ছাড়েন নীতিশ। ইন্ডিয়া জোটের সঙ্গে সবরকম যোগাযোগ ছিন্ন করে রাতারাতি দলবদল করে এখন তিনি এনডিএর জোট শরিক। নীতিশের এই সিদ্ধান্তে অভিমানে-ক্ষোভে জয়রাম রমেশের মত কংগ্রেস নেতারা দাবি করেছিলেন রঙ বদলে গিরিগিটিকেও কড়া টক্কর দিচ্ছেন নীতিশ কুমার। রাজনীতিতে পোড় খাওয়া নেতা জয়রাম রমেশের দাবি ছিল বিহারের মানুষ এই বিশ্বাসঘাতকতা মেনে নেবে না।
এই ঘটনার পর পেড়িয়ে গিয়েছে তিন তিনটি মাস। দেশ জুড়ে চলছে লোকসভা ভোট। বিহার ভোটের গতি প্রকৃতি ও প্রচারের ময়দানের ছবি দেখে ক্রমশ স্পষ্ট হচ্ছে নীতিশ কুমারের বিন্দুমাত্র প্রভাব পড়ছে না লোকসভা ভোটে। নীতিশের সভায় নেই ভিড়। মানুষের মধ্যে নীতিশ কে দেখে সেই উচ্ছাস ও স্বত: ফূর্ততাও নেই। বেগতিক বুঝে বিজেপিও দুরত্ব বাড়াতে শুরু করেছে নীতিশ কুমার থেকে। কোন জনসভাতে মোদী বা অমিত শাহকে নীতিশের পাশে দেখা যাচ্ছে না।
একদিকে যখন নীতিশ ফ্যাক্টর শূণ্য হচ্ছে অন্যদিকে লালুপুত্র তেজস্বীর জনসভায় চোখে পড়ার মত ভিড়। অনেকেই একে বিহার রাজনীতিতে ঘটনার পুরনাবৃত্তি বলে দাবি করছেন। আট ও নয়ের দশকে লালুপ্রসাদ যাদব, নীতিশ কুমার ও রামবিলাস পাসোয়ানদের বিহার রাজনীতিতে উত্থান হয়েছিল। সময় ঘুরে ঠিক একইভাবে লালুপুত্র তেজস্বী যাদব, রামবিলাস পাসোয়ানের ছেলে চিরাগ পাসোয়ানদের উত্থান হচ্ছে। যদিও চিরাগের দল লোকশক্তি পার্টি এখন হাত ধরেছে বিজেপির। চিরাগ তার কাকা পশুপতি পাসোয়ানের সঙ্গে এঁটে উঠতে না পেরেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করা হচ্ছে।
বিহার বিজেপির মুখ সুশীল মোদী ক্যানসার আক্রান্ত হয়ে রাজনীতি থেকে সরে গিয়েছেন। নীতিশের ব্যক্তিগত ক্যারিশ্মাও এখন সংকটে। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ মনে করছে মোদী ফ্যাক্টরই মূল চালিকা শক্তি বিহার লোকসভার এই ভোটে। তবে বিহার ভোটে বাংলার মত মহিলা ভোটও একটা বড় ফ্যাক্টর। বিহারের বহু বাসিন্দাই এখন রাজ্য ছাড়া। ভিন রাজ্যে তারা পরিযায়ী শ্রমিকের কাজ করেন। দেখা যাচ্ছে পরিযায়ী শ্রমিকদের ঘরের সেই সব মহিলারা দলে দলে ভোট দিতে আসছেন। তবে কি বার বার দলবদলই নীতিশ ম্যাজিকের গায়ে আঁচড় কাটল। উত্তর জানা যাবে ৪ ঠা জুন
শুক্রবার সকালেই পুলিশের হাতে গ্রেফতার পুষ্পা ২ অভিনীত অভিনেতা আল্লু অর্জুন। সদ্য মুক্তি পাওয়া সিনেমা পুষ্পা ২-র প্রিমিয়ারে উপস্থিত এক...
Read more
Discussion about this post