আকাশজুড়ে গাঢ় গোলাপি-সবুজ-নীল আলোর খেলা, সাক্ষী ইউরোপ-আমেরিকা। স্বর্গ দেখেছেন কখনও? রূপকথার গল্পে আমরা শুনেছি স্বর্গের আকাশে হাজারো উজ্জ্বল আলোর ঝলকের কথা। এবার সেরকমই অভিজ্ঞতার সাক্ষী থাকলেন ইউরোপ, উত্তর আমেরিকা এবং কানাডার বিস্তৃর্ণ এলাকার বাসিন্দারা। রাতের আকাশে অধিকাংশ দেশ থেকে দেখা গেল উত্তরের আলো বা নর্দান লাইটস। বিজ্ঞানের পরিভাষায় যাকে বলা হয় অরোরা বোরিয়ালিস বা মেরুপ্রভা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া হাজারো ছবি, ভিডিও দেখে মনে হচ্ছে গোটা আকাশটাকেই যেন নিজের ক্যানভাস ভেবে মনের সুখে রাঙিয়ে দিয়েছে প্রকৃতি। রাতের অন্ধকার আকাশজুড়ে কখনও গাঢ় গোলাপি, কখনও সবুজ, কখনও উজ্জ্বল নীল আলোর প্রভা ফুটে উঠছে। ঠিক যেন স্বর্গের নিস্বর্গ।
GUYS THIS IS INSANE
IM AT MY PARENTS HOUSE IN THE NORTH WEST OF FRANCE
AND THERE ARE NORTHERN LIGHTS
HERE
THIS IS THE MOST INSANE AND BEAUTIFUL THING IVE EVER SEEN IN MY LIGE pic.twitter.com/2cGVI83QNy— Rine ⁷ (@rinee_rin) May 10, 2024
বিগত দুই দশকের বেশি সময়ের মধ্যে সবচেয়ে শক্তিশালী সৌর ঝড় পৃথিবীকে আঘাত হেনেছে সম্প্রতি। এরপরই এক অত্যাশ্চর্য ঘটনার সাক্ষী থাকলেন পৃথিবীর উত্তর গোলার্ধের কাছাকাছি থাকা ইউরোপ আমেরিকার দেশগুলির বাসিন্দারা। কার্যত গোটা ইউরোপ জুড়েই আশ্চর্য খেলা দেখিয়েছে নর্দান লাইটস। ইতালি, ফ্রান্স, স্কটল্যান্ড, নরওয়ে, রাশিয়ার বেশিরভাগ শহর থেকেই বাসিন্দারা সোশ্যাল মিডিয়ায় তাঁদের অসামান্য অভিজ্ঞতা শেয়ার করেছেন। এছাড়া আমেরিকার উত্তর অংশ, কানাডা, অস্ট্রেলিয়ার কিছু অংশ থেকেও দেখা গিয়েছে অরোরা বোরিয়ালিসের অবাক করা দৃশ্য। এরমধ্যে বেশিরভাগ দেশ বা অঞ্চল থেকে কশ্মিনকালেও দেখা যায়নি অরোরা। ফলে জীবনে প্রথমবার এই স্বর্গীয় আলোর খেলা দেখে স্তম্ভিত হয়েছেন অনেকে। অনেকেই সোশ্যাল মিডিয়ায় অনেক মজার ক্যাপশন দিয়েছেন, আবার কেউ কেউ আবেগের বহিপ্রকাশ করেছেন।
দেখুন ভিডিও….
Ok…. Did not expect this tonight. Colour me stunned.
Even better was someone playing “in the air tonight” really loudly. “I’ve been waiting for this moment, all my life…”#aurora #solarstorm #NorthernLights #skinnerskitchen pic.twitter.com/n7tVnSHFHe
— Tippers (@talktotippers) May 10, 2024
Discussion about this post