বর্তমানে প্রতি মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার এবং প্রতি রবিবার সাপ্তাহিক ছুটি থাকে ব্যাঙ্ক কর্মীদের। কিন্তু তাঁদের দীর্ঘদিনের দাবি, সপ্তাহে দুদিন ছুটি দিতে হবে। সমস্ত রাষ্ট্রায়ত্ব এবং বেসরকারি ব্যাঙ্কের কর্মচারীদের এই দাবি এবার পূরণ হতে চলেছে। সূত্রের খবর, লোকসভা ভোটের পরই এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্রীয় সরকার।
রাষ্ট্রায়ত্ব এবং বেসরকারি ব্যাঙ্কের বিভিন্ন কর্মচারী ইউনিয়ন সম্প্রতি এই ইস্যুতে একটি গুরুত্বপূর্ণ চুক্তি সম্পন্ন করেছেন ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশের সঙ্গে। জানা যাচ্ছে, সরকার এই চুক্তিকে মান্যতা দিলেই প্রতি সপ্তাহে দুদিন করে ছুটি পাবেন ব্যাঙ্ককর্মীরা। তবে ওয়াকিবহাল মহলের মতে, চলতি বছরের শেষের দিকে এই বিষয়ে ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার।
সপ্তাহে পাঁচদিন কাজ এবং দুদিন ছুটির দাবিতে সবচেয়ে বেশি সরব ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস। তাঁদের দাবি, বর্তমান সময়ে অনলাইন পরিষেবার যুগে এতে গ্রাহকদের কোনও অসুবিধা হবে না। অপরদিকে গ্রাহকদের বক্তব্য, ব্যাঙ্কে কাজের কমলে সমস্যায় পড়বেন সাধারণ মানুষ। কিন্তু ২০২৩ সালের ডিসেম্বর মাসে ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশের সঙ্গে একটি মউ চুক্তিতে সই করেন সমস্ত ব্যাঙ্ক কর্মচারী সংগঠনের প্রতিনিধিরা। তাতে সরকারি ব্যাঙ্কের পাশাপাশি বিভিন্ন বেসরকারি ব্যাঙ্কের কর্মী সংগঠনের নেতারাও ছিলেন। সেই মউ চুক্তিতে পরিষ্কার বলা হয়েছে সপ্তাহে ২ দিন বাধ্যতামূলক ছুটি ঘোষণা করতে হবে। যদিও এই বিষয়ে চুরান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় সরকার। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সঙ্গে আলোচনা করেই এই ব্যাপারে ঘোষণা করতে পারে কেন্দ্র।
Discussion about this post