ফের গুলির লড়াইয়ে কেঁপে উঠল ছত্তিশগড়। মাওবাদী ও নিরাপত্তাবাহিনীর সংঘর্ষে ফের রক্ত ঝরল ছত্তিশগড়ের অবুঝমাড়ের জঙ্গলে। শনিবার ভোরে ছত্তিশগঢ়ের নারায়ণপুরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলিযুদ্ধে নিহত ৮ জন মাওবাদী। মাওবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে রায়পুরের একজন পুলিশ আধিকারিকেরও মৃত্যু হয়। নারায়ণপুরের পুলিশ সুপার জানিয়েছেন গোপন সূত্রে খবর পেয়ে শনিবার সকালে অভিযানে নামে পুলিশ এবং আধা সামরিক বাহিনীর যৌথ দল। দান্তেওয়াড়া,কাঙ্কে, কোন্ডাগাও এবং নারায়ণপুর জেলা থেকে স্পেশাল টিম নিয়ে আসা হয় আবুজমাদের জঙ্গলে অভিযান চালাতে। গুলির লড়াইয়ে রায়পুরের একজন পুলিশ আধিকারিক এবং ৮ জন মাওবাদীর মৃত্যু হয়। নারায়ণপুরের পুলিশ সুপার আরও জানান স্পেশাল এই অভিযান চালাতে স্পেশাল টাস্ক ফোর্স, ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশের ৫৩ নম্বর ব্যাটেলিয়ন এবং ৪ টি জেলার ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের জওয়ানদের নামানো হয়েছিল।
এর আগে গত ৮ জুন এনকাউন্টারে খতম হয় ৭ মাওবাদী। ওই অভিযানেও শহিদ হন ৩ জওয়ান। তার আগে ২৩ মে নারায়ণপুর ও বিজাপুর জেলার সীমান্তবর্তী অঞ্চলে অভিযান চালিয়ে খতম হয়েছিল ৭ মাওবাদী। ঘটনাস্থল থেকে সাতটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। তার আগে ৩০ এপ্রিল নারায়ণপুর ও কাঙ্কের জেলার সীমান্তে তিন মহিলা-সহ ১০ মাওবাদী নিকেশ হয় এনকাউন্টারে। সেই মাসেই কাঙ্কেরে নিরাপত্তা বাহিনীর গুলিতে মারা যায় ২৯ মাওবাদী।
প্রসঙ্গত ভোটের সময় একাধিকবার মাওবাদী- পুলিশ গুলিযুদ্ধে রক্ত ঝড়েছে ছত্তিশগঢ়ে। এবার ভোটের ফল ঘোষণার পর মাওবাদীদের বিরুদ্ধে বড়সড় অভিযানে নামল যৌথ বাহিনী।
Discussion about this post