করোনা পরবর্তী সময় থেকে বিমানের জ্বালানী থেকে শুরু করে বিভিন্ন পরিষেবার খরচ বেড়ে যাওয়ায় বৃদ্ধি পেয়েছিল বিমান ভাড়া। কিন্তু ভারতের আভ্যন্তরিণ বিমান পরিষেবা সংস্থা ডিজিসিএ-র এক নির্দেশিকায় কমতে চলেছে বিমানের ভাড়া। এতদিন বিমান ভাড়ার সঙ্গে বেশ কয়েকটি পরিষেবার মূল্য যুক্ত থাকতো। ওই সমস্ত পরিষেবা গ্রহন না করলেও যাত্রীদের পুরো ভাড়া গুণতে হতো। এবার ডিজিসিএ নির্দেশিকায় জানিয়েছে, যাত্রীদের সুযোগ দিতে হবে পরিষেবাগুলি নেবেন কিনা ঠিক করতে। ফলে যদি কোনও যাত্রী বাড়তি পরিষেবা না নেন, তবে তাঁর বিমান ভাড়া কিছুটা কম পড়বে।
এতদিন বিমানযাত্রীদের অপ্ট আউট পদ্ধতিতেই বিমানের ভাড়া গুণতে হতো। অর্থাৎ, যে যে পরিষেবা তাঁরা গ্রহন করতেন না সেগুলির খরচও তাঁরা বহন করতে বাধ্য হতেন। ডিজিসিএ এবার স্পষ্ট জানিয়ে দিয়েছে, এবার থেকে যাত্রীদের পছন্দকে মান্যতা দিতে হবে। ফলে তাঁরা যদি সেই পরিষেবাগুলির সবকটি বা আংশিক গ্রহন করেন, তবে সেই অনুযায়ী তাঁর বিমান ভাড়া দিতে হবে। অর্থাৎ, অপ্ট ইন পদ্ধতি অবলম্বন করতে হবে বিমান সংস্থাগুলিকে। ডিজিসিএ সূত্রে জানা যাচ্ছে এবার থেকে বিমানের টিকিট থেকে আলাদা করতে হবে সাতটি পরিষেবা। যেগুলি যাত্রীরা নিজেদের মতো করে বেছে নেবেন। যেমন, পছন্দের আসন, খাবার, এয়ারলাইন্স লাউঞ্জের ভাড়া, চেক-ইন-ব্যাগেজ ফি, খেলাধুলার সামগ্রীর চার্জ, বাদ্যযন্ত্রের চার্জ, ব্যাগে মূল্যবান সামগ্রীর চার্জ ইত্যাদি। ওয়াকিবহাল মহলের অভিমত, এই বিমান টিকিটের সঙ্গে এই অতিরিক্ত মূল্য যদি বাদ যায় তবে বিমানের বেস ফেয়ার অনেকটাই কমে যাবে। এতে লাভবান হবেন সাধারণ বিমানযাত্রীরা। এতদিন অনেক যাত্রীর অভিযোগ ছিল, তাঁরা টাকা দিলেও পরিষেবা গ্রহন করেন না। ফলে তাঁরা খুশি হবেন ডিজিসিএ-র এই নির্দেশিকায়।
Discussion about this post