মমতা থেকে মোদি, অভিষেক থেকে অমিত শাহ, একাধিক জায়গায় নির্বাচনী প্রচারে দ্রুত পৌঁছতে হেভিওয়েটদের ভরসা হেলিকপ্টার। আর উড়ানের সময় হোক বা উড়ানের আগে অনেক সময়ই অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে বাঁচছে তারকাদের হেলিকপ্টার। এবার অল্পের জন্য প্রাণে বাঁচলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উড়ানের সময় তাঁর হেলিকপ্টার কিছু সময়ের জন্য ভারসাম্য হারিয়েছিল। একটি নির্বাচনী প্রচার সেরে হেলিকপ্টারে ওড়ার কিছুক্ষণের মধ্যেই হাওয়ার ধাক্কায় নিয়ন্ত্রন হারায়। তবে পাইলট অসাধারণ দক্ষতায় কপ্টারের নিয়ন্ত্রন নিতে সক্ষম হন। ফলে বড়সড় বিপদের হাত থেকে বাঁচলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। উল্লেখ্য, সম্প্রতি হেলিকপ্টারে উঠতে গিয়ে পড়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও তাঁর কোনও চোট লাগেনি। এবার অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে বাঁচল অমিত শাহর হেলিকপ্টার।
সোমবার নির্বাচনী প্রচারে বিহারের বেগুসরাইয়ে গিয়েছিলেন অমিত শাহ। সেখানে জনসভায় বক্তৃতা দিয়ে তাঁর দিল্লি ফেরার কথা ছিল। তাই কপ্টারে গিয়ে ওঠেন তিনি। হেলিকপ্টার মাটি থেকে ওড়ার কিছু সময় পরই ঘটে বিপত্তি। একাধিক ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, (নিউজ বর্তমান সেই সমস্ত ভিডিও-র সত্যতা যাচাই করেনি) প্রবল হাওয়ার ধাক্কায় কিছুক্ষণের জন্য ভারসাম্য হারিয়েছিল অমিত শাহর কপ্টার। শূন্যেই রীতিমতো দুলে ওঠে কপ্টারটি। ডানগিকে হেলে গিয়ে প্রায় মাটি ছুঁয়ে ফেলেছিল কপ্টারটি। যদিও দক্ষতার সঙ্গেই পরিস্থিতি নিয়ন্ত্রন করেন পাইলট। উল্লেখ্য, এবার বিহারে নিতীশ কুমারের জেডেইউ-এর সঙ্গে জোট বেঁধে লোকসভা নির্বাচনে লড়ছে বিজেপি। ৪০টি আসনের মধ্যে ১৭টি আসনে বিজেপি এবং ১৬টি আসনে জেডিইউ, বাকি আসনে অন্যান্য শরিক দল।
Discussion about this post