লোকসভা ভোটের পরই মে জুন মাসে বড় রদ বদল হতে চলেছে ভারতীয় রেলের। বর্তমানে ভারতীয় রেলে সব থেকে বেশি চাহিদা ও জনপ্রিয় রেলের তালিকায় রয়েছে বন্দে ভারত এক্সপ্রেস। এখনও পর্যন্ত দেশের ৫১ টি ভিন্ন রুটে ছুটছে এই সেমি হাইস্পিড ট্রেনটি। পাশাপাশি চালু হতে চলেছে অমৃত ভারত এক্সপ্রেসও। ভারতীয় রেল সূত্রে খবর, আগামী বছরের মধ্যেই ভারতেও ছুটবে জাপানের মত বুলেট ট্রেন। এই সমস্ত দ্রুত গতির ট্রেনের মধ্যে হারিয়ে যেতে বসেছে এক সময়ের দ্রুত গতি সম্পন্ন ট্রেন রাজধানী শতাব্দী এক্সপ্রেস।
রেল সূত্রে খবর, বিভিন্ন রেল ট্রাক ও রেল স্টেশনগুলিকে ঢেলে সাজানোর কাজ চলছে ইতিমধ্যেই। সেই সঙ্গে ভারতীয় রেলের লক্ষ্য আগামী ২ বছরের মধ্যে জাপানের মত ভারতেও চলবে বুলেট ট্রেন। এর পাশাপাশি এখন শুধু বন্দে ভারতে চেয়ার কার সিস্টেম আছে, যাত্রী স্বাচ্ছন্দের কথা ভেবে আগামীদিনে জনপ্রিয়তার শীর্ষে থাকা এই ট্রেনে স্লিপার কোচ শুরু নিয়ে ভাবছে রেল, এমনই জানিয়েছে রেলমন্ত্রী। ফলে বন্দে ভারতে যাত্রীদের আর কোনও অসুবিধা হবে না বলে মনে করা হয়। আমরা সকলেই জানি, এক সময় ভিন রাজ্যে যাওয়ার জন্য দুরপাল্লার ট্রেন হিসাবে যাত্রীদের একমাত্র ভরসা ছিল এই ট্রেনগুলি। কিন্তু বন্দে ভারতের মতো ট্রেনের পাশে নিজের যোগ্যতা প্রমাণ করাতে না পারার খেসারতই দেবে এই ট্রেন। যদিও রেলের তরফে এখনও পর্যন্ত বিজ্ঞপ্তি জারি না হলেও, রেল সূত্রে খবর, আপাতত শতাব্দী এক্সপ্রেসের পরিবর্তেই চলবে বন্দে ভারত। তবে এখনই হয় তো পুরোপুরি বন্ধ হবে না রাজধানী, শতাব্দী এক্সপ্রেস। সংখ্যায় কম হলেও বন্দে ভারতের পাশাপাশি যাত্রীদের নিয়ে শতাব্দী পাড়ি দেবে ভিন রাজ্যের উদ্দেশ্যে।।
শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন কিনা, এই প্রশ্ন যেমন তৈরি হচ্ছে, তেমনই হাসিনা দেশে ফিরলে কবে কখন কিভাবে দেশে ফিরবেন সেই...
Read more
Discussion about this post