গত ফেব্রুয়ারি মাসেই রিজার্ভ ব্যাঙ্ক বড়সড় নিষেধাজ্ঞা চাপিয়েছিল পেটিএমের উপর। যার ফলে গ্রাহকদের ক্ষুদ্র ব্যাঙ্কিং পরিষেবা দিতে অপারগ ছিল পেটিএম। এই সিদ্ধান্ত নিয়ে অনেক জলঘোলা হয়েছিল। পরে অবশ্য সমস্যা কাটিয়ে নিতে সক্ষম হয় পেটিএম। তাঁরা গ্রাহক ধরে রাখতে অন্যান্য ব্যাঙ্কের সঙ্গে অংশীদারিত্বে থার্ড পার্টি অ্যাপ হিসেবে পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নেয়। এবার পেটিএম লঞ্চ করল ইউপিআই লাইট ওয়ালেট। যেখানে কম টাকার লেনদেন করা যাবে দ্রুত। পাশাপাশি পেটিএম দাবি করেছে এই পরিষেবা অনেকটা নিরাপদ থাকবে।
যারা দিনে ছোট ছোট পেমেন্ট করেন, যেমন মুদির দোকানে, পান বা চায়ের দোকানে, লোকাল ট্রেনের টিকিট কাটা ইত্যাদি। তাঁদের কাছে পেটিএমের এই লাইট ওয়ালেট খুবই কার্যকর। এর জন্য ইউপিআই পিনও দিতে হবে না। এর সবচেয়ে সুবিধা হল সারাদিনে ইউপিআই ওয়ালেট থেকে যে সমস্ত লেনদেন হবে সেগুলি ব্যাঙ্ক স্টেসমেন্টে সিঙ্গেল এন্ট্রি হিসেবেই দেখাবে। ফলে পাসবুকের পাতা বেশি ভরবে না। পেটিএম ওয়ালেটের মাধ্যমে সর্বোচ্চ ৫০০ টাকা পাঠানো যাবে।
এখন থেকে পেটিএম ইউপিআই লাইট ওয়ালেটে দিনে দুই বার ২০০০ টাকা করে রিচার্জ করা যাবে। অর্থাৎ সর্বোচ্চ ৪০০০ টাকা রাখা যাবে ওয়ালেটে। যারা দিনে ঘন ঘন ইউপিআই পেমেন্ট করেন, তাঁদের জন্য এই পরিষেবা খুবই কার্যকর বলে মনে করছেন বিষেশজ্ঞরা। ইউপিআই লাইট দিয়ে পেমেন্ট করতে হলে দোকানের কিউআর কোড স্ক্যান করে মোবাইল নম্বর বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট বেছে নিয়ে ওয়ালেটে রিচার্জ করে নিতে হবে। এরপর ওয়ালেট থেকে পেমেন্ট করুন নির্দিধায়। এই পরিষেবা দেওয়ার জন্য দেশের শীর্ষস্থানীয় ব্যাঙ্কগুলির সঙ্গে গাটছঁড়া বেধেছে পেটিএম। যেমন, এসবিআই, অ্যাক্সিস ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, ইয়েস ব্যাঙ্ক প্রভৃতি।
পেটিএম ইউপিআই লাইট ওয়ালেট কিভাবে অ্যাক্টিভেট করবেন জেনে নিন
- প্রথমে পেটিএম অ্যাপ খুলুন
- তারপর UPI LITE ACTIVATE আইকনে ক্লিক করুন
- এবার যে ব্যাঙ্কের অ্যাকাউন্ট লিঙ্ক করতে চান সেটি বেছে নিন
- লেনদেনের জন্য কত টাকা যোগ করতে চান সেটা লিখুন
- এবার ইউপিআই এমপিন (MPIN) দিতে হবে
- এবার ইউপিআই লাইট ওয়ালেট দিয়ে পেমেন্ট কার যাবে
Discussion about this post