দুটি দেশ একই বছরে একই দিনে স্বাধীনতা অর্জন করেছিল। অথচ দুই দেশ এখন দুই মেরুতে দাঁড়িয়ে। ভারতবর্ষ যখন বিশ্বে সুপার পাওয়ার হওয়ার দিকে এগোচ্ছে, তখন পাকিস্তান ভিক্ষা করছে। পাকিস্তানের সংসদে দাঁড়িয়ে এমনই বিস্ফোরক বক্তব্য রাখলেন সে দেশের বিরোধী নেতা মৌলানা ফজলুর রহমান। সোমবার পাক সংসদ চলাকালীন দেশের বেহাল অর্থনৈতিক অবস্থা নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে বিঁধতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। পাকিস্তানের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের দুর্দশার ছবি সামনে আনতে তিনি টেনে আনেন ভারতের প্রসঙ্গ। জামিয়াচ উলেমা-ই-ইসলামের শীর্ষ নেতা মৌলানা ফজলুর রহমান নিজের ভাষণে বলেন, দিন দিন ভারত সুপার হয়ে ওঠার দৌঁড়ে এগিয়ে যাচ্ছে, সেখানে আমরা ক্রমশ দেওলিয়া হয়ে পড়ছি। এই পরিস্থিতি এড়াতে ভিক্ষা চাইতে হচ্ছে পাকিস্তানকে বলেও তোপ দাগেন পাকিস্তানের অন্যতম বিরোধী নেতা।
ফজলুরের আরও দাবি, বর্তমান সরকার দেশের গণতন্ত্রকে কার্যত বিক্রি করে দিচ্ছে। এরজন্য তিনি পাকিস্তানের নির্বাচনে ব্যপক কারচুপির অভিযোগও তোলেন। সাংসদে দাঁড়িয়ে তিনি ইমরান খানের দল পিটিআই-এর সমাবেশ করার অধিকার নিয়েও সরব হন। তিনি আরও একধাপ এগিয়ে বলেন, বর্তমান সরকারকে সরিয়ে পাকিস্তানে সরকার গঠনের অধিকারও রয়েছে পিটিআই-এর। উল্লেখ্য, গত দুই-তিন বছরে পাকিস্তানের অর্থনীতি ভেঙে পড়েছে। মুদ্রাস্ফিতি নিয়ন্ত্রণে রাখতে পাকিস্তান কঠিন শর্তে ঋণ নেয় আইএমএফ থেকে। পাশাপাশি চিনের বিশাল অঙ্কের ঋণের বোঝাও রয়েছে পাকিস্তানের ওপর। ফলে সে দেশের জগগণের অবস্থা বেহাল। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশছোঁয়া। আন্তর্জাতিক মহলের অভিমত, পাকিস্তানি নাগরিকদের হয়ে কথা বলতেই পাক বিরোধী নেতা মৌলানা ফজলুর রহমান সংসদে দাঁড়িয়ে ভারতের প্রসঙ্গ উত্থাপন করেছেন।
Discussion about this post