নিজস্ব প্রতিনিধি: তৃতীয় শ্রেণির এক পড়ুয়ার পড়াশোনার জন্য স্কুলের ফি বছরে ৪.৩ লক্ষ টাকা! হ্যাঁ ঠিকই শুনেছেন। সম্প্রতি দিল্লির এক স্কুলের এমন আকাশ ছোঁয়া ফি নিয়ে শোরগোল পড়ে গিয়েছে নেট পাড়ায়।
আকাশ কুমার নামে দিল্লির এক ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর ছেলের স্কুলের ফি’র বিল পোস্ট করেছিলেন। সেখানে ওই ব্যক্তি লিখেছেন, ‘আমার ছেলের প্লে-স্কুলের ফি আমার সম্পূর্ণ শিক্ষায় খরচের চেয়ে বেশি।’ সঙ্গে একটি স্ক্রিন শট শেয়ার করেছেন। যেখানে উল্লেখ রয়েছে রেজিস্ট্রেশন ফি-সহ স্কুলের সমস্ত ফি’র কথা। ২০২৪ – ২৫ শিক্ষাবর্ষে সব মিলিয়ে হিসেব করলে অঙ্কটা দাঁড়ায়, ৪ লক্ষ ৩০ হাজার টাকা। শিক্ষায় এমন আকাশ ছোঁয়া ফি নিয়ে সরব হয়েছেন নেটাগরিকরা।
এক নেটাগরিক মন্তব্য করেছেন , ‘এত টাকা দিয়ে আমি আমার স্কুল, ডিপ্লোমা এবং ইঞ্জিনিয়ারিং পড়াশোনা সম্পন্ন করেছি’। কেউ আবার মন্তব্য করেছেন স্কুলের শিক্ষকরা বছরে এত টাকা বেতন পান না যত টাকা একজন পড়ুয়ার পরিবারের কাছ থেকে নেওয়া হয়। একজন নেটাগরিক ওই অভিভাবককে কটাক্ষ করে লিখেছেন, ‘কেউ আপনাকে জোর করেননি শিশুকে ওই স্কুলে পাঠানোর জন্য। প্লে স্কুলের জন্য আপনি এত খরচ করে তা আবার সামাজিক মাধ্যমে শেয়ার করছেন, আপনি বোকা মানুষ। এই পোস্টের উদ্দেশ্য লোকদেখানো এবং ভিউ পাওয়া। মধ্যম ব্যয়ে একজন সহজে ভালো স্কুল পেতে পারেন। কেউ সরস মন্তব্য করে লিখেছেন, ওই ছাত্র বিরাট কোহলি হয়ে উঠবে। কেউ লিখেছেন, হে ঈশ্বর! শিক্ষা এখন সত্যিকারের দূর্মূল্য বস্তু।
Discussion about this post