বেশ চলছিল, ধীরে ধীরে জনপ্রিয়তার শীর্ষেও উঠেছিল ফিউচার গ্রুপের সুপারমার্কেট বিগ বাজার। একসময় ছিল দেশের দ্বিতীয় বৃহত্তম রিটেল চেইন। কিন্তু আচমকাই গ্রাহকদের হতভম্ব করে বন্ধ করে দেওয়া হয় এই জনপ্রিয় সুপারমার্কেট। সারা দেশে একসঙ্গেই বন্ধ হয়ে যায় বিগ বাজারের স্টোর গুলি। এরপরই ফিউচার গ্রুপের সমস্ত বিগ বাজার আউটলেট রুপান্তরিত হয় মুকেশ আম্বানির স্মার্ট বাজারে। কী এমন হল যে আচমকাই বন্ধ করে দিতে হল বিগ বাজার?
কিশোর বিয়ানির নেতৃত্বাধীন ফিউচার গ্রুপ দীর্ঘদিন ধরেই দেনার দায়ে ডুবে ছিল। ফলে তাঁরা লিজ রেট মেটাতে পারছিল না। ভাঁড়ার শূন্য হওয়ার ফলে তাঁদের ২০০-টির বেশি স্টোর অধিগ্রহন করার সিদ্ধান্ত নেয় রিলায়েন্স গ্রুপ। এরপর ধীরে ধীরে বিগ বাজারের নাম পাল্টে সেগুলি রিলায়েন্স স্মার্ট স্টোর নামে পুনরায় চালু করা হয়। ফিউচার গ্রুপের অধিনস্থ বেশিরভাগ কর্মীকেই রিলায়েন্স গ্রুপ কাজে নেওয়ায় খুব একটা অসুবিধা হয়নি এই অধিগ্রহন পর্বে।
উল্লেখ্য, ফিউচার গ্রুপ এবং ই-কমার্স সংস্থা অ্যামাজনের মঘ্যে দিল্লি হাইকোর্টে দীর্ঘ আইনি লড়াই চলছিল। ফলে দেনায় ডুবে থাকা ফিউচার গ্রুপ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কাছে তাঁদের ব্রান্ড বিক্রি করতে পারছিল না। প্রায় সাড়ে ২৪ হাজার কোটি টাকার সম্পত্তি হস্তান্তর করে ফিউচার গ্রুপ দেনা মেটাতে চাইছিল। যা অ্যামাজন মামলা করে আটকে দেয়। অবশেষে সুপ্রিম কোর্টে মামলা নিষ্পত্তি হওয়ার পর রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ অধিগ্রহন করে ফিউচার গ্রুপের ২০০-র বেশি স্টোর। ফলে বন্ধ হয়ে যায় জনপ্রিয় বিগ বাজার ব্রান্ড।
৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েই নিজের প্রতিশ্রুতিগুলি রাখলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু করলেন এক নতুন অধ্যায়। দায়িত্ব পাওয়ার...
Read more
Discussion about this post