ট্রেনে করে সাধারণত আমরা প্রায় প্রত্যেকেই যাতায়াত করে থাকি। আগেকার দিনে টিকিটের সেরকম প্রযুক্তিগত ব্যবহার না থাকলেও বর্তমান দিনে প্রযুক্তির ব্যবহার বিশেষ করে ভারতীয় রেলে কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। যেমন আগে কাগজের মোটা বোর্ডের টিকিট হতো। এটি কাউন্টার থেকে তারিখ পাঞ্চ করে যাত্রী হাতে দেয়া হতো। ফলে সেই দিনের জন্য সেই টিকিটটি বৈধ ঘোষণা হতো।। কালক্রমে প্রযুক্তির ব্যবহারে সেই টিকিট থেকে কম্পিউটারাইজড টিকিটে পরিবর্তন হয়েছে।
আরো আধুনিকভাবে আজ লোকাল ট্রেনের টিকিট অনলাইনে কাটা যাচ্ছে রেলের নিজস্ব অ্যাপ দ্বারা। কিন্তু আপনি কি খেয়াল করে দেখেছেন যে যদি আপনি আজকে কোন জায়গার রিটার্ন টিকিট কাটেন সেক্ষেত্রে আপনাকে কদিন সেই টিকিটের বৈধতা দেয়া হচ্ছে। অবাক হচ্ছেন না হয়তো হাতের কাছে কোন টিকিট থাকলে হয়তো দেখছেন তাহলে জানুন আসল তথ্য। ধরুন আপনি কৃষ্ণনগর থেকে শিয়ালদহের উদ্দেশ্যে একটি রিটার্ন টিকিট কাটলেন কাটলে পরে দেখবেন যেদিন টিকিট কাটলে ঠিক তার পরের দিন রাত মধ্যরাত পর্যন্ত সেই টিকিটটি বৈধ থাকছে। অর্থাৎ আপনি আজ কোন টিকিট কাটলে কাল মধ্যরাত্য আপনি সেই টিকিটের বৈধতা পাবেন। তবে সেই টিকিটের কিছু শর্তাবলীও আছে। যেমন টিকিটটি কাটার এক ঘন্টার মধ্যে আপনাকে ট্রেনে উঠতে হবে এবং টিকিটটিতে আপনি এই যাওয়া আর ওই রিটার্ন আসা কেবলমাত্র একবারই করতে পারবেন অর্থাৎ আপনি যদি আজ টিকিটটি কাটেন যখন কাটলেন তার এক ঘন্টার মধ্যে আপনাকে ট্রেনে উঠতে হবে ও আপনি যদি আগামীকাল রিটার্ন আসেন সে ক্ষেত্রেও একবারই আসার সুযোগ পাবেন। অর্থাৎ সেই টিকিটটি নিয়ে যতবার খুশি যাতায়াত করতে পারবেন না এটাই রেলের মূল শর্ত।
Discussion about this post