তীব্র গরমে নাস্তানাবুদ অবস্থা । দাবদাহের হাত থেকে স্বস্থি পেতে আমরা তো ঠান্ডা জল খেয়ে কখনও স্নান করে, তো আবার কখনও এসি , কুলার কিংবা স্পিডে ফ্যান চালিয়ে প্রাণ জুরাচ্ছি। একবার ভাবুন এই চাঁদি ফাটা গরমে জীবজন্তুদের অবস্থাটা। তবে এই প্রখর গরমে জীবজন্তুদের শরীর যাতে খারাপ না হয় তাই বিশেষ ব্যবস্থা গ্রহণ চিড়িয়াখানা কর্তৃপক্ষ। এই আবহেই দক্ষিণ ২৪ পরগনা জেলার ঝড়খালির ওয়াইল্ড অ্যানিম্যাল পার্কে থাকা সোহানি, সোহান ও সুন্দরের শরীর ঠান্ডা রাখতে শুরু হয়েছে বিশেষ পরিচর্যা। কিন্তু কে এরা। এরা আর কেউ নয়। সোহানি, সোহান ও সুন্দর হল রয়্যাল বেঙ্গল টাইগার। যাদেরকে আজ থেকে তিনবছর আগে পর্যটক টানতে এই বাঘগুলিকে আনা হয়েছে সুন্দরবন ঝড়খালি পার্কে। বর্তমানে তারা এখনও বেশ বড় । তবে তীব্র গরমে কার্যত নাজেহাল বন্য পশুরাও। শরীর সুস্থ রাখতে ঝড়খালি পার্কে এই তিন বাঘের খাঁচার সামনে রাখা হয়েছে টেবিল ফ্যান। শুধু তাই নয়, গরম কাটাতে প্রায় প্রতিদিনই স্নান করানো হয় তাদের। এর পাশাপাশি পেট ঠান্ডা করতে খাওয়ানো হয় ওআরএস গোলা জলও। শুধু বাঘই নয়, চিড়িয়াখানায় থাকা সমস্থ বন্যপশু-পাখীদের ক্ষেত্রেও বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কর্তৃপক্ষের তরফে।
বাঙালির বারো মাসে তেরো পার্বন। এর মধ্যে অনেক পার্বনই আছে যা গোটা দেশেই পালন করা হয়, তবে অন্য নামে। যেমন...
Read more












Discussion about this post