জনসন অ্যান্ড জনসন কোম্পানির নাম শোনেননি এমন মানুষ পাওয়া মুশকিল। বিশেষ করে জনসন বেবি পাউডারের চাহিদা ছিল প্রশ্নতীত। কিন্তু এক সাম্প্রতিক বিতর্কে জনপ্রিয় ব্র্যান্ডকে বাজার থেকে একপ্রকার সরিয়েই দেওয়া হয়েছে। অভিযোগ, জনসনের ট্যালকম পাউডার ব্যবহার করে ক্যানসার হচ্ছে। অবশেষে আদালত পর্যন্ত গড়ানো এই মামলায় বড় ধাক্কা খেল জনসন অ্যান্ড জনসন। সম্প্রতি আমেরিকার এক আদালত ওই কোম্পানিকে প্রায় ৬৫০ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে।
ঘটনার সূত্রপাত ২০১৫ সালে। ওই বছর জ্যাকি ফক্স নামে এক মহিলা ওভারিয়ান ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। তাঁর পরিবারের দাবি ছিল, জ্যাকি ফক্স বিগত ৫০ বছর ধরে জনসনের ট্যালকম পাউডার ব্যবহার করতেন। তাঁদের অভিযোগ, ওই পাউডার ব্যবহারের কারণেই তিনি ক্যানসারে আক্রান্ত হয়েছেন। আমেরিকার সেন্ট লুইসের আদালত দীর্ঘ শুনানির পর জনসন অ্যান্ড জনসনকে জরিমানার নির্দেশ দিয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সূত্রে খবর, আমেরিকায় ইতিমধ্যেই ১০০০টির বেশি মামলা জনসন অ্যান্ড জনসন কোম্পানির বিরুদ্ধে দায়ের হয়েছে। এরকম আরও মামলা হতে চলেছে বলেও রিপোর্ট। যদিও প্ৰখ্যাত এই হেলথ কেয়ার ফার্ম সমস্ত অভিযোগ অস্বীকার করে দাবি করেছে তাঁদের সমস্ত প্রোডাক্ট নিরাপদ ও সুরক্ষিত।
২০২৩ সালেও আমেরিকার ক্যালিফোর্নিয়ার এক মহিলা একই অভিযোগে সুপিরিয়ার কোর্টে মামলা করেন। তাঁর অভিযোগ ছিল, জনসন অ্যান্ড জনসনের বেবি পাউডার থেকেই তিনি মেসোথ্যালমিয়ায় আক্রান্ত হয়েছেন। সেই মামলার রায়েও সুপিরিয়ার কোর্টের বিচারক জনজন অ্যান্ড জনসনকে ১৯৯ কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেন। যদিও জনজন অ্যান্ড জনসনের মুখপাত্র মার্কিন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তাঁরা এই রায়ের বিরুদ্ধে মিসৌরির সুপ্রিম কোর্টে যাবেন।
Discussion about this post