প্রচণ্ড গরম, ঘরের বাইরে বের হলেই গলদঘর্ম অবস্থা । এদিকে প্রয়োজনে তো বাইরে বের হতেই হবে। অন্যদিকে বাড়িতে থাকলে শরীর ঠাণ্ডা রাখতে রাতদিন কখনও চলছে এসি, কুলার তো কখনো চলছে পাখা । যার ফলে মাসের শেষে বিদ্যুতের বিল আসছে আকাশ ছোঁয়া। আর এতেই পকেটে ছ্যাঁকা লাগছে আমজনতার। কিন্তু আজ আপনাদের এখন একটি জিনিসের কথা বলবো , যেটি ঘরে। রাখলে আপনাকে বাড়তি ইলেকট্রিক বিল আর দিতে হবে না। এমনকি মাত্রারীতিক্ত হারে আর চালাতে হবে না, ফ্যান, কুলার , এসির মত বৈদ্যুতিক যন্ত্র। কিন্তু কি সেই জিনিস। যা কিনা রাখলেই ঠান্ডা করবে আপনার ঘর। প্রথমেই বলি, এইগুলি এমন একটি জিনিস যার মধ্যে নেই কোনও সাইড এফেক্ট। আমরা তো মানি প্ল্যান্ট তো শুনেছি কিন্তু শুনেছেন কখনও, হাউস প্ল্যান্ট। আজ আপনাদের এমন পাঁচটি গাছের কথা বলবো যেগুলিকে ঘরে সহজেই আপনার ঘরকে গ্রীষ্মের প্রখর গরমেও ঘরকে শীতল রাখতে সাহায্য করে। ভাবছেন তো, কি সেই জিনিস? তাহলে শুনুন।।
১. অ্যালোভেরা –
অ্যালোভেরা বা ঘৃতকুমারী গাছ, আজ প্রত্যেকের বাড়িতেই কম বেশি আছে। আয়ুর্বেদ শাস্ত্রে এই গাছ মহাষধী। গাছ ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে সাহায্য করে। গাছ রাখলে আপনার ঘর সর্বদাই শীতল হবে।
2. বেবী রবার গাছ
গাছ খুব বেশি বড় হয় না। অনেকেই ঘর সাজাতে ব্যবহার করে থাকেন। গাছ অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড শোষণ করতে সক্ষম। ঘরের কার্বন ডাই অক্সাইড শোষণ করে ঘরকে ঠান্ডা রাখতে সাহায্য করে।
৩. ম্যানি প্ল্যান্ট
গাছ যেমন ঘর সুন্দর রাখতে সাহায্য করে। ঠিক তেমনই এই গাছ অর্থের দিকও সমৃদ্ধ করে। এই গাছের আরও একটি গুণ আছে। এই গাছ বাতাস থেকে বিষাক্ত পদার্থ দূর করে, বাতাসকে বিশুদ্ধ করতে সাহায্য করে। যার ফলে আপনার ঘরকে সহজেই ঠান্ডা করে।
৪. এরিকা পাম
এই গাছকে দেখতে অনেক টা তাল গাছের মতো। আকারে বেশ ছোট। গাছ একদিকে যেমন ঘরের শোভা দান করে তেমনই ঘরকে ঠান্ডা রাখতে সাহায্য করে।
৫. স্নেক প্ল্যান্ট
গাছ তাপমাত্রা কমাতে সাহায্য করে। পাশাপাশি ঘরে এই গাছ লাগালে শোভা বৃদ্ধি করে।
তাহলে আর কি, দেরি না করে আজই বাড়িতে আনুন এই গাছগুলি। বৈদ্যুতিক যন্ত্র ছাড়াই ঠান্ডা রাখুন আপনার ঘর।।
Discussion about this post