দিনের ব্যস্ত সময়ে রাস্তায় বেরিয়ে ট্রাফিক জ্যামে ফেঁসে গেলেন। দীর্ঘক্ষণ জ্যামে দাঁড়িয়ে গাড়ি, ওদিকে অফিসে ঢোকার সময় পার হয়ে যাচ্ছে। অথবা কোনও গুরুত্বপূর্ণ কাজ, বা সময়ে হাসপাতালে পৌঁছতে দেরি হয়ে যাচ্ছে। তখন গাড়িতে বসে মনে হতেই পারে যে যদি গাড়িটা উড়ে গন্তব্যে পৌঁছতে পারতো? এই অলীক কল্পনা এবার বাস্তব হতে চলেছে। খুব শীঘ্রই সংযুক্ত আরব আমিরসাহীর দুবাই শহরে চালু হতে চলেছে এয়ার ট্যাক্সি পরিষেবা। ফলে শহরের ব্যস্ত সময়ে ট্রাফিক জ্যাম এড়িয়ে সহজেই আকাশে উড়বে ট্যাক্সি।
দুবাইতে বিশ্বের প্রথম এয়ার ট্যাক্সি চালু করতে চলেছে জেবি এভিয়েশন নামে এক সংস্থা। এই সংস্থা আমিরশাহী সরকারের সঙ্গে হাত মিলিয়ে এই অভিনব পরিষেবা চালু করতে চলেছে। আগামী বছর, অর্থাৎ ২০২৫ সালের শুরুতেই এই নতুন পরিষেবা পাবেন দুবাইয়ের বাসিন্দারা। সেই সঙ্গে দুবাইতে বেড়াতে যাওয়া পর্যটকরাও এয়ার ট্যাক্সি চড়ে দুবাই ভ্রমণের আনন্দ উপভোগ করতে পারবেন। জানিয়ে রাখি, এই এয়ার ট্যাক্সির ভাড়া বিমানের তুলনায় অনেক কম হবে বলেই জানিয়েছে জেবি এভিয়েশন।
অনেকটা হেলিকপ্টারের মতো দেখতে এয়ার ট্যাক্সি কম সময়ে গীর্ঘ পধ পার করতে সাহায্য করে এয়ার ট্যাক্সি। রাস্তার ট্যাক্সির মতো, এই এয়ার ট্যাক্সিতে চালকের আসনের পাশে রয়েছে গিয়ার। চালক-সহ সর্বাধিক ৫ জন বসতে পারবেন। তবে ভারতীয়দের জন্য সুখবর, দুবাইয়ের পর ভারতেও এই ধরণের এয়ার ট্যাক্সি উড়বে। সূত্রের খবর, ভারতে এয়ার ট্যাক্সি পরিষেবা চালু করতে আগ্রহী ইন্টগ্লোব এভিয়েশন নামে এক সংস্থা। তাঁরা আর্চার এভিয়েশন নামে আরেক সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধে ভারতে এয়ার ট্যাক্সি পরিষেবা চালু করতে চায়। জানা যাচ্ছে, ২০২৬ সালের শুরুতে দিল্লির কনট প্লেস থেকে গুরুগ্রাম পর্যন্ত এই পরিষেবা প্রাথমিক পর্যায়ে শুরু করা হবে। মোট ৩১ কিলোমিটার পথ পারি দিতে যেখানে এক ঘণ্টার বেশি সময় লাগে সেখানে এয়ার ট্যাক্সিতে মাত্র ৭ মিনিট লাগবে। দিল্লির পর মুম্বই ও বেঙ্গালুরুতেও এয়ার ট্যাক্সি পরিষেবা চালু হবে। এয়ার ট্যাক্সিগুলি একবার চার্জ করলে ১৫০ কিলোমাটার পর্যন্ত উড়তে পারে। দুবাইয়ে এয়ার ট্যাক্সির ভাড়া জনপ্রতি কমপক্ষে ৩৫০ দিরহাম, যা ভারতীয় মূল্যে প্রায় ৮ হাজার টাকা। তবে ভারতের দিল্লিতে এয়ার ট্যাক্সি চালু হলে এর ভাড়া পড়তে পারে ৩ থেকে ৪ হাজার টাকা।
Discussion about this post