ডিজিটাল ইন্ডিয়ায় অটো ভাড়া থেকে বাজার করা সব কিছুরই ভরসা এখন অনলাইন। মুঠো ফোনের দুনিয়ায় অনলাইনে আর্থিক লেনদেন মানেই UPI, পেটিএম, G-PAYর মত একাধিক পেমেন্ট অপশন। স্মার্ট ইন্ডিয়ায় মুঠো ফোনের মাধ্যেমে টাকা পয়সা লেনদেন আরও সহজ করতে এই অনলাইন পরিষেবা চালু করেছিল NPCI অর্থাৎ ন্যশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। তারপর থেকেই বেড়েছে একের পর এক সুবিধা। তবে জানেন, এবার থেকে ব্যাঙ্কে টাকা না থাকলেও UPI পরিষেবা ব্যবহার করতে পারবেন আপনি। তার আগে করতে হবে এই কাজটি। কিন্তু কি এমন কাজ, যার মাধ্যমে আপনার ব্যাঙ্কে টাকা না থাকলেও অনলাইন অ্যাপের খরচ করতে পারবেন আপনি।
এবার বলি ইউপিআই ক্রেডিট লাইন আসলে কি ?
এই অনলাইন পরিষেবা ব্যবহারের আগে আপনার UPI- লিঙ্ক থাকা ব্যঙ্কের আগাম অনুমোদিত ক্রেডিট লাইন থাকা দরকার। এই সিস্টেমের মাধ্যমে সেভিংস অ্যাকাউন্ট, ওভারড়্রাফ্ট অ্যাকাউন্ট, প্রিপেইড ওয়ালেট, UPI ও RUPAY ক্রেডিট কাডে অনুমোদন হওয়া শুধুমাত্র ক্রেডিট লাইন গ্রাহকরাই সংযুক্ত করতে পারবেন এই UPI অ্যাপের সঙ্গে।
অর্থাৎ তৎক্ষণাৎ আপনার কাছে টাকা না থাকার জন্য সেই সময়ের জন্য আপনি ধার নিতে পারবেন ব্যাঙ্কের কাছে। তাই বলে পেমেন্ট করতে গেলে আপনাকে ক্রেডিট লাইনের আওতাধীন কিউ আর কোডই পেমেন্ট করতে পারবেন।
অন্যদিকে, RUPAY ক্রেডিট কার্ডের ক্ষেত্রেও প্রায় একই ধরনের সুবিধা পাবেন আপনি। উল্লেখ্য, RBI –এর সুবিধা অনুযায়ী, Rupay ক্রেডিট কার্ডের ব্যবহারকারীরা এই সুবিধা পেতে পারেন। তবে এক্ষেত্রে শুধুমাত্র মার্চেন্ট কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করলে তবেই রুপে ক্রেডিট কার্ডের সঙ্গে UPI লিঙ্ক করে পেমেন্ট করা যায়। এই পরিষেবা পেয়ে যথেষ্ট আপ্লুত গ্রাহরা।
ব্যুরো রিপোর্ট…
দুই সপ্তাহের ব্যবধানে দুবার। বড়োসড় সামরিক মহড়া ভারতের। তাও আবার একই জায়গায়। প্রতিরক্ষা বিশেষজ্ঞরাও মনে করতে পারছেন না, শেষ কবে...
Read more
Discussion about this post