বুকিং-এই বাজিমাৎ করল মারুতি সুজুকির নতুন মডেল সুইফট ২০২৪। দেখতে ছোট হলেও বাজারে চতুর্থ প্রজন্মের সুইফট হ্যাচব্যাক লঞ্চ করেছে এই মারিতি সুজুকি। মাত্র ১০ দিনেই এই গাড়ির রেকর্ড বুকিং ছাড়িয়েছে। যা জানলে চোখ কপালে উঠবে আপনার। বর্তমানে এই গাড়িটির বাজার মূল্য রয়েছে 6.49 লক্ষ থেকে 9.65 লক্ষের মধ্যে। চোখ ধাঁধাঁনো এই গাড়িটিতে রয়েছে একটি সম্পূর্ণ Z সিরিজের ইঞ্জিন। নতুন গাড়িটির মধ্যে রয়েছে ৫টি ট্রিম। যেগুলি হল LXi VXi, VXi (O), ZXi এবং ZXi+ এ আসে, যা একটি নতুন 1.2 লিটার এবং 3-সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন নিয়ে এসেছে। নয়া মডেলের মারুতি সুইফটের সামনের অংশটা যথেষ্ট বড়। রয়েছে ৯ ইঞ্চি টাচস্ক্রিন। থাকছে মনোরঞ্জনের ব্যবস্থাও। থাকছে ৪.২ ইঞ্চির ডিজিটাল এম আই ডি সহ আপডেট করা অ্যানালগ ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। পাশাপাশি রয়েছে এয়ার কণ্ডিশনার ভেন্ট, নতুন HVAC সুইচ, ফ্যাব্রিক সিট এবং অন্তর সজ্জার নানা সামগ্রী সহ আরও কত কি। তবে এখানেই শেষ নয়, গাড়িতে রয়েছে পাওয়ার অ্যাডজাস্টেবল ও ফোল্ডিং উইং মিরর। সেই সঙ্গে রয়েছে LED ল্যাম্প, পুশ বটন স্টার্ট ও স্টপের ব্যবস্থা, স্টিয়ারিং মাউন্টেড কন্টোল, অটো ক্লাইমেট কন্ট্রোল, রিয়ার ক্যামেরা। যদি আপনার ফোনের চার্জ মাঝপথে ফুরিয়ে যায়, তাহলেও চিন্তার কোনও কারণ নেই। এই গাড়িতে থাকছে ওয়্যারলেস ফোন চার্জের ব্যবস্থাও। নিরাপত্তার দিক থেকেও গাড়িটি যথেষ্ট সুরক্ষিত। নয়া মডেলের এই গাড়িতে রয়েছে ৬টি এয়ারব্যাগ, হিল স্টার্ট অ্যাসিস্ট, বৈদ্যুতিক স্টেবিলিটি কন্ট্রোল, EBDসহ ABS রিয়ার পার্কিং সেন্সর ও ISOFIX অ্যাঙ্কর।
নতুন মডেল যুক্ত গাড়িটির ইঞ্জিনও ম্যানুয়াল ট্রান্সমিশন। সেই সঙ্গে গাড়িটি প্রতি লিটারে যাবে ২৪.৮ কিলোমিটার। শুধু তাই নয়, গাড়িটি থাকছে এটিএম গিয়ার বক্স ও মাইলেজও দিচ্ছে দুর্দান্ত। পাশাপাশি, সুজুকির আগের মডেল K ১২-এর ইঞ্জিনের থেকে নতুন Z সিরিজের ইঞ্জিন কম খরচে মাইলেজও দেবে অনেকটাই বেশি। এমনই দাবি সুজুকি কোম্পানীর। কোম্পানীর তরফে এও দাবি করেছে, নতুন ইঞ্জিনটি মারুতির আগের মডেলে থাকা পুরনো ইঞ্জিনের থেকে 8bhp এবং 1Nm কম। বর্তমানে নতুন ইঞ্জিনটি 82bhp শক্তি ও 112Nm টর্ক জেনারেট করতে সক্ষম। সেই সঙ্গে, নয়া গাড়িটি কার্বন নিঃসরণ করতেও যথেষ্টই কম, মাত্র 12 শতাংশ। নানা ধরনের ফিচারে ঘেরা গাড়িটিকে বাড়ির অন্দরে আনতে মুখিয়ে ক্রেতারা।
Discussion about this post