শারীরিক সৌন্দর্য বাড়াতে মহিলাদের সাজগোজের অন্যতম উপাদান হল পোষাক। শুধু নারীই কেন, হাল ফ্যাশনের দুনিয়ায় মহিলাদের ছাপিয়েছে পুরুষরাও। কথায় আছে শাড়িতেই নারী, তবে বর্তমানে যুগের সঙ্গে পাল্লা দিয়ে পরিবর্তন এসেছে পোশাকেও। সাবেকি থেকে ওয়েস্টার্ন মিলে মিশে আজ যা একাকার। তবে কখনও কি ভেবে দেখেছেন, পোষাকের পেছনে বিভিন্ন সাইজ বোঝাতে কেন লেখা থাকে X,XL, XXL, কিংবা XXXL। কী বোঝাতেই বা ব্যবহার করা হয় এই কোর্ডগুলি। অনেকসময় চাকরির ইন্টারভিউ দিতে গেলেও সাধারণ জ্ঞান হিসাবে এই ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয় চাকরি প্রার্থীদের। তাই এই প্রতিবেদনে আজ আপনাদের জানাবো এমনই কিছু তথ্য।
সাধারনত পোষাকের পেছনে ইংরেজি অক্ষর X লেখা থাকলে বোঝায় এক্সট্রা, যাকে ছোট করে বোঝাতে X লেখা হয়। একইরকম ভাবে XL- মানে এক্সট্রা লার্জ। যার পোষাকের সাইজ হচ্ছে ৪২ থেকে ৪৪ ইঞ্চি। XXL মানে ডবল এক্সট্রা লার্জ বোঝায়। যার পোষাকের সাইজ হচ্ছে ৪৪ থেকে ৪৬ ইঞ্জি। আবার XXXL বোঝাতে তিন ডবল এক্সট্রা লার্জ বোঝায়। অন্যদিকে, আবার কোনও কোনও পোষাকে M,L ও S লেখা থাকে। সেক্ষেত্রে,M বোঝাতে মিডিয়াম ও L বোঝাতে শুধু লার্জ এবং S বোঝাতে স্মল বোঝায়। তবে বলে রাখি, বিভিন্ন কোম্পানীর পোষাকের ক্ষেত্রে সম সময় মাপ সমান হয় না। তাই এবার থেকে পোষাক কিনতে গেলে আপনাকে আর ইংরাজী পোষাকের পেছনে ইংরাজি কোর্ড দেখে ভ্যাবাচ্যাকা থেকে হবে না। নির্দিষ্ট সাইজ দেখে সহজেই আপনি আপনার পছন্দের পোষাক কিনতে পারবেন।।
রাজ্যের বিভিন্ন জেলাতে আজও হালকা বৃষ্টির পূর্বাভাস। আপাতত শীতের আমেজে ফিকে হয়ে গেছে।বাড়ল রাতের তাপমাত্রা। তবে বাড়তে পারল না দিনের...
Read more
Discussion about this post