বাংলাদেশ বায়ুসেনার একটি বিমানে প্রশিক্ষণ চলাকালীন মাঝ আকাশেই দাউদাউ করে আগুন ধরে গেল। শেষ পর্যন্ত বিমানটি গোত্তা খেয়ে মাটিতে আছড়ে পড়ে। দুর্ঘটনায় এক বায়ুসেনা কর্মীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত ওই বিমানের পাইলট। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।
বাংলাদেশ বায়ুসেনা সূত্রে জানা যাচ্ছে, বৃহস্পতিবার বাংলাদেশের বায়ুসেনার একটি প্রশিক্ষণ বিমান চট্টগ্রামের বিমানঘাঁটি থেকে উড়েছিল। ওই বিমানে ছিলেন উইং কমান্ডার মোঃ সোহান খান এবং স্কোয়াড্রন লিডার মহম্মদ আসিম জাওয়াদ। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা নাগাদ বিমানটি উড়ান শুরু করে। প্রশিক্ষণ শেষে ফেরার পথেই ঘটে বিপত্তি। আচমকা বিমানটিতে আগুন লেগে যায়। এরপরই বিমানটির নিয়ন্ত্রণ হারায় পাইলট। ফলে দাউদাউ করে জ্বলতে থাকা বিমানটি মাঝ আকাশ থেকে গোত্তা খেয়ে একেবারে নাক বরাবর মাটির দিকে নেমে আসে। এবং কর্ণফুলি নদীর মোহনার কাছে মাটিতে আছড়ে পড়ে।
Video shows how Bangladesh Air Force pilots parachute out of a crashing aircraft in Chattogram today (9 May). pic.twitter.com/24EWi9iR10
— The Business Standard (@tbsnewsbd) May 9, 2024
যদিও বিমানে আগুন লাগার পরই দুই পাইলট প্যারাসুট ব্যবহার করে বিমান থেকে বেরিয়ে আসেন। কিন্তু স্কোয়ার্ডন লিডার মহম্মদ আসিম জাওয়াদ গুরুতর জখম হন। তাঁকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। তবে এই বিমান দুর্ঘটনার কয়েকটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় (যদিও নিউজ বর্তমান সেই ভিডিও-র সত্যতা যাচাই করতে পারেনি)। সেই ভাইরাল ভিডিও গুলিতে দেখা যাচ্ছে মাঝ আকাশেই দাউদাউ করে জ্বলছে একটি বিমান। এমনকি গোত্তা খেয়ে সেটি মাটিতে ভেঙে পড়ে। দুই পাইলটকে প্যারাসুটে নেমে আসতেও দেখা যায়। তবে বাংলাদেশ সংবাদমাধ্যমের দাবি, অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচল প্রচুর মানুষ। কারণ দুর্ঘটনা যেখানে ঘটেছে তার অল্প দূরেই ঘনবসতীপূর্ণ অঞ্চল। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দুর্ঘটনায় বায়ুসেনা কর্মীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
Discussion about this post