ব্যাঙ্কের অ্যাকাউন্ট খুলতে গেলে নাকি ৫ লক্ষ বার লিখতে হবে সীতারাম। হ্যাঁ ঠিকই শুনছেন। তবে জানেন, কোথায় আছে এই ব্যাঙ্ক?
গোটা দেশজুড়ে পালিত হয়েছে রামনবমী। এইবারের রামনবমী উদযাপনে একটু বাড়তি উল্লাস ছিল। কারণ অযোধ্যায় রামলালার মূর্তি প্রতিষ্ঠার পর এই প্রথম রামনবমী। যা স্বাভাবিকভাবেই উৎসবের আড়ম্বর ছিল একটু বেশি। এইদিন অযোধ্যায় সূষের রশ্মি দিয়ে রামলালার মাথায় তিলক দেওয়া হয়েছে। সারা দেশজুড়ে যখন রামনবমী উদযাপন নিয়ে এত আলোচনা, এইসময় একটি ব্যাঙ্ক সম্পর্কে তথ্য জানিয়ে রাখি আপনাদের। ব্যাঙ্কের অ্যাকাউন্ট খুলতে গেলে নাকি ৫ লক্ষ বার লিখতে হবে সীতারাম। শুধু তাই নয়, এই ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুললে রামভক্তরা পাবেন লোনের সুবিধাও। কিন্তু কোথায় আছে এই ব্যাঙ্ক?
আসলে এই ব্যাঙ্ক রয়েছে উত্তরপ্রদেশে। অ্যাকাউন্ট হোল্ডারের সংখ্যাও নেহাৎই কম নয়। ৩৫০০০ রয়েছে গ্রাহক। জানা গিয়েছে, ব্যাঙ্কটি প্রতিষ্ঠা হয়েছিল ১৯৭০ সালে। ভারত ছাড়াও বিদেশেও এই ব্যাঙ্কের হোল্ডার রয়েছে। গোটা বিশ্বে ১৩৬টি শাখা রয়েছে এই ব্যাঙ্কের। তবে অ্যাকাউন্ট খুলতে গেলে ৫ লক্ষ বার লিখতে হবে সীতারাম।
ব্যাঙ্কের দেওয়া তথ্য অনুষায়ী, অযোধ্যায় রামমন্দির প্রতিষ্ঠার পর এই ব্যাঙ্ক দেখতে আসছেন অনেকে। এই ব্যাঙ্কের অ্যাকাউন্ট খুলতে গেলে ব্যাঙ্কের তরফে দেওয়া হবে একটি বুকলেট এবং একটি লাল পেন। তবে ৫ লক্ষ বার সীতারাম লেখাটা আবশ্যিক। তারা চাইলে ঋণও পেতে পারেন। এক্ষেত্রে বেশ কিছু শর্তও রয়েছে। তিনভাবে এই ব্যাঙ্ক থেকে ঋণ পাবেন। প্রথম হল রামের নামে জপ করা, দ্বিতীয়, পাঠ করা এবং তৃতীয়টি হল, লেখার জন্য। ব্যাঙ্কের নির্ধারিত সময়ের মধ্যে ঋণ পরিষোধও করতে হবে।
Discussion about this post