কাঠবেড়ালী কাঠবেড়ালী পিয়ারা তুমি খাও, দুধ মুড়ি খাও… ছেলেবেলাতে এই ছড়া আমরা কমবেশি সকলেই পড়েছি। আচ্ছা, কখনও ভেবে দেখেছেন কাঠবেড়ালীর গায়ে থাকা তিনটে সাদা দাগ কি ইঙ্গিত বহন করছে ? এই প্রতিবেদনে আজ আপনাদের জানাবো সেই তথ্যই।
কথিত আছে, যখন রাবন সীতাকে অপহরণ করেন । সেই সময় সীতাকে রাবনের হাত থেকে উদ্ধারের জন্য বিষন্ন হয়ে পড়েন রাম, লক্ষ্মণ। ভাবছেন, কি করেই বা বিশাল এই জলরাশি পেরিয়ে লঙ্কায় গিয়ে উদ্ধার করবেন সীতাকে। সেই সময় বানররাজ সুগ্রীব ও তার বানর সেনা এবং ভাল্লুকের বিশাল সেনারাও রামচন্দ্রকে সাহায্যের জন্য এগিয়ে আসেন। রামসেতু তৈরির জন্য বানর ও ভালুক সেনারা সেতু নির্মাণের জন্য কাঁধে করে আনতে থাকলো বিশাল বিশাল পাথর। সেই পাথর তারা একে একে জলে নিক্ষেপ করতে থাকলো। এদিকে সেনাদের নিক্ষেপ করা পাথরগুলোকে যথাস্থানে রাখছিল মাছ ও বিভিন্ন জলজ প্রাণীরা। সেইসময় নদী তীরবর্তী স্থানে অনেকক্ষণ ধরে এক কাঠবেড়ালী বানর ও ভাল্লুক সেনাদের এই কর্মকাণ্ড লক্ষ্য করছিল এবং তাদেরকে রামচন্দ্রের সেবা করতে দেখে ওই কাঠবেড়ালীটিরও ইচ্ছা হল ভগবানের সেবায় নিজেকে উৎসর্গ করতে।
সেই ভেবে সেও এগিয়ে এলো রামচন্দ্রকে সেবা করতে অর্থাৎ সেনাদের সঙ্গে সেতু নির্মানে সহায়তা করতে। তখন সেই ছোট্ট কাঠবেড়ালী সাধ্য মত একে একে নুড়ি ও ছোট পাথর মুখে করে এনে সমুদ্রে ফেলতে লাগলো। এইভাবে কাজ করতে করতে অনেক ক্লান্ত পড়ে সে। কিন্তু তবুও সে তার কর্মে অনড়। এরপর সে এক বুদ্ধি বের করলো। একটা একটা করে নুড়ি না এনে, সমুদ্রের জলে নিজেকে ভিজিয়ে নিয়ে বালির উপর গড়াগড়ি দিয়ে আবার সমুদ্রে ডুব দিতে যায়। কাঠবেড়ালীর এই কর্মকাণ্ড দেখে ভীষণ রেগে যায় বানর সেনারা। কাঠবেড়ালীকে তারা এ কাজ করতে নিষেধ করলেও সে কোনও কথাই শোনে না। তখন ব্যাপক ক্ষুদ্ধ হয়ে কাঠবেড়িলীকে ছুঁড়ে জলে ফেলে দেয় এক বানর সেনা। রামচন্দ্র সেই দৃশ্য দেখে ক্রুদ্ধ হন এবং জল থেকে পরম যত্নে ছোট কাঠবেড়ালীকে তুলে নিজের কাছে রাখেন। রামচন্দ্র বললেন, “সবর্দা স্মরণ রাখবে, ছোট কাজ হলেও প্রতিটি কাজই গুরুত্বপূর্ণ। কোন একটি মহান কার্য কখনো প্রধান কর্তাব্যক্তিদের দ্বারা একাকী সুসম্পন্ন হয় না। রামচন্দ্রের কথা শুনে খুব লজ্জা পায় বানর সেনারা। এই বলে ছোট্ট কাঠবেড়ালীর গায়ে হাত বুলিয়ে দেন রামচন্দ্র। তারপর থেকেই শ্রীরামের আর্শীবাদ বাবদ কাঠবেড়ালীর গায়ে তিনটি দাগ বংশ পরম্পরায় থেকেই যায়। যা আজও বর্তমান।।
Discussion about this post