প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নের ডিজিটাল ইন্ডিয়ার মধ্যে একটি অন্যতম হলো বন্দে ভারত এক্সপ্রেস। এই মুকুটেই একটি নতুন পালক পেলো বন্দে ভারত মেট্রো। এবার শুরু হতে চলেছে বন্দে ভারত মেট্রো। কবে থেকে চালু হবে ? কোথা থেকে কোথায় চলবে ? জানুন বিস্তারিত ,,,,
রেল আধিকারিকদের মতে, বর্তমানে তাদের অগ্রাধিকার বন্দে ভারত মেট্রো। এতে ১২টি কোচ থাকবে। এই ট্রেনটি দ্রুত গতিতে তৈরি করা হয়েছে। ৪টি কোচ, ৮টি কোচ এবং ১৬টি কোচ মডেলেও চালানো যেতে পারে। ১৬টি কোচ সহ বন্দে ভারত মেট্রো শুধুমাত্র অত্যন্ত যানজটপূর্ণ রুটে চালানোর পরিকল্পনা রয়েছে। নিত্য যাত্রীদের জন্য বন্দে ভারত মেট্রো খুবই সুবিধাজনক হবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই৷ এই ট্রেনটি স্বল্প দূরত্বের যাত্রার জন্য উপযুক্ত হবে। জুলাই থেকে বন্দে ভারত মেট্রোর ট্রায়াল রান শুরু করতে চলেছে ভারতীয় রেল।
প্রথম বন্দে মেট্রো ট্রেন মে মাসের মধ্যে প্রস্তুত হবে এবং জুলাই থেকে এর ট্রায়াল রান শুরু হবে। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত বন্দে মেট্রো ঘণ্টায় সর্বোচ্চ ১৩০ কিলোমিটার গতিতে চলতে পারে৷ এই এসি ট্রেনগুলি বড় শহরগুলির মধ্যে যাত্রীদের চাহিদা মেটাবে এবং অসংরক্ষিত বিভাগে আরও যাত্রী বহন করবে। এই ট্রেনগুলো ঘন ঘন স্টপেজ দিয়ে দ্রুত গতিতে চলবে। প্রতিটিতে ১২টি কোচ এবং বড় স্বয়ংক্রিয় দরজা থাকবে।
প্রথম পর্যায়ে, ১২৪টি শহর বন্দে মেট্রোর মাধ্যমে সংযুক্ত হবে। এর মধ্যে কয়েকটি রুট প্রায় চূড়ান্ত হয়েছে। লখনউ-কানপুর, আগ্রা-মথুরা এবং তিরুপতি-চেন্নাই। তাই খুব তাড়াতাড়ি বন্দে ভারত মেট্রোর সুবিধা পেতে চলেছে ভারতবাসী।
Discussion about this post